রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করলেই বদলে যাবে ৭০ বছরের পুরনো আইন। ১৯৫৪ সালের আইনকে সংশোধন করে ১৯৯৫ সালে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই বাড়িয়েছিল ভারত সরকার।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লজ্জার হারের পর জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। ২ পয়েন্ট ছাড়াও ইডেনের ২২ গজে কেকেআরের প্রাপ্তি দুই ব্যাটার বেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিংহের ফর্মে ফেরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উভয়েই বর্তমানে রয়েছেন তাইল্যান্ডে। বৃহস্পতিবার তাঁদের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
জাতীয় স্তরের ‘হিন্দু হৃদয়সম্রাট’কে ছেড়ে বাঙালি হিন্দুর নিজস্ব ‘হৃদয়সম্রাট’ খুঁজে নেওয়ার চেষ্টা পশ্চিমবঙ্গে। নির্বাচনের এক বছর আগে থেকে গৌড়াধিপতি শশাঙ্কের জয়ধ্বনিতে মনোনিবেশ বাংলার বিজেপি এবং সঙ্ঘ পরিবারের।
মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন অঞ্জলি। সেই সময়ে অঞ্জলির জীবন নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তাঁর নৃত্যগুরু। এমনকি অঞ্জলির পরিবারের উপরেও নিজের আধিপত্য তৈরি করার চেষ্টা করেছিলেন তিনি।
তাঁর সবচেয়ে পছন্দের খাবার খিচুড়ি। রাঁধুনি একই খাবার রাঁধতে রাঁধতে বিরক্ত। সইফ কেমন রান্না করেন— সব কিছু নিয়ে আড্ডা দিলেন বলিউডের অভিনেত্রী করিনা কপূর খান।
সংসদের শিক্ষা-বিষয়ক স্থায়ী কমিটি উদ্বেগ প্রকাশ করেছে যে, বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের তফসিলি জাতি, জনজাতি এবং ওবিসি ছাত্রছাত্রীদের সংখ্যা নগণ্য।
রাজা জ্ঞানেন্দ্র-র সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে দু’জনের মৃত্যু এবং শতাধিক মানুষের আহত হওয়ার জেরে অচল হয়ে পড়েছে দেশের বিস্তীর্ণ অংশ।
ক্ষমতায় এসে বিজেপি টের পেয়েছে, রাজকোষ ফাঁকা। দেনা বাড়ছে। আমজনতার হাতে নগদ টাকা উপহার দেওয়া কঠিন। তাই সেখান থেকে নজর ঘোরাতে আচমকাই ঔরঙ্গজেবের কবর নিয়ে টানাটানি।
পৃথিবীর উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম— চারটি গোলার্ধকেই ছুঁয়ে থাকা কিরিবাটির অধিবাসীদের জলমগ্ন হওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে সমুদ্রতলের স্ফীতির কারণে।
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy