Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৮ ডিসেম্বর ২০২৫ ই-পেপার

URL Copied

অল্প কথায়


Share this article

CLOSE
সমস্ত বিভাগ ফোটো ভিডিও
  • মুকুলের বিধায়কপদ খারিজের  হাই কোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চ  আদালতে আপিল করবেন না  বিধানসভা কর্তৃপক্ষ! কী কারণ?

    মুকুলের বিধায়কপদ খারিজের হাই কোর্টের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন না বিধানসভা কর্তৃপক্ষ! কী কারণ?

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুল। ২ মে জয়ী হওয়ার পর ১১ জুন মাসে তিনি পুনরায় তৃণমূলে যোগ দেন। এর পরই তাঁর বিধায়কপদ খারিজের দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

  • কৃত্রিম মেধায় দক্ষ? কাজ শেখাবে ভারতীয় সেনা, নিতে হবে প্রশিক্ষণ, সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা

    কৃত্রিম মেধায় দক্ষ? কাজ শেখাবে ভারতীয় সেনা, নিতে হবে প্রশিক্ষণ, সুযোগ পাবেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা

    দেশের প্রতিরক্ষা বিভাগের প্রকল্পে কাজ শেখার জন্য বিশেষ ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে ভারতীয় সেনা।

  • এ বার রাজশাহী এবং খুলনার ভিসাকেন্দ্র পূর্ণ দিবস বন্ধ রাখার কথা জানাল ভারত, নেপথ্যে সেই নিরাপত্তা সংক্রান্ত কারণ

    এ বার রাজশাহী এবং খুলনার ভিসাকেন্দ্র পূর্ণ দিবস বন্ধ রাখার কথা জানাল ভারত, নেপথ্যে সেই নিরাপত্তা সংক্রান্ত কারণ

    বুধবার হঠাৎই দুপুর ২টো থেকে ঢাকার ভারতীয় ভিসাকেন্দ্র বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। বৃহস্পতিবার থেকে নির্ধারিত সময়েই ওই ভিসাকেন্দ্র চালু হওয়ার কথা। তার আগেই বাংলাদেশের অন্য দু’টি ভিসাকেন্দ্র পুরো দিনের জন্য বন্ধ করার কথা জানাল ভারত।

  • ‘সরকারি জমিতে তো নির্মাণ হচ্ছে না!’ হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাই কোর্ট

    ‘সরকারি জমিতে তো নির্মাণ হচ্ছে না!’ হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাই কোর্ট

    জেলা প্রশাসনের অনুমতি ছাড়া বেলডাঙায় বাবরি মসজিদের কাজ শুরু করেছেন ভরতপুরের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন। এমনই অভিযোগে সম্প্রতি জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টে। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

  • গড়িয়ে পড়ছে ‘রক্তের স্রোত’, সমুদ্রের ঢেউ রক্তবর্ণ, রক্তস্নাত সাবেক পারস্যের দ্বীপ! কী ঘটছে ইরানের উপকূলে? ভাইরাল ভিডিয়ো

    গড়িয়ে পড়ছে ‘রক্তের স্রোত’, সমুদ্রের ঢেউ রক্তবর্ণ, রক্তস্নাত সাবেক পারস্যের দ্বীপ! কী ঘটছে ইরানের উপকূলে? ভাইরাল ভিডিয়ো

    প্রবল বৃষ্টিতে সৈকতের লাল মাটি ধুয়ে পাথর থেকে গড়িয়ে অত্যাশ্চর্য দৃশ্য তৈরি করেছে। লাল রঙের জলে উপকূলরেখাও রক্তিম হয়ে গিয়েছে। রক্তাভ হয়ে উঠেছে সমুদ্রের জলও।

  • ‘ভাগ্যিস হেমা মালিনী যাননি’! সানি-ববি আয়োজিত ধর্মেন্দ্রের  স্মরণসভায় কী এমন ঘটেছিল?

    ‘ভাগ্যিস হেমা মালিনী যাননি’! সানি-ববি আয়োজিত ধর্মেন্দ্রের স্মরণসভায় কী এমন ঘটেছিল?

    ধর্মেন্দ্রের স্মরণসভার পৃথক ব্যবস্থা দেখে দেওল পরিবারের অন্দরে ভাঙনের খবর শোনা যায়। এ বার দেওলদের এক ঘনিষ্ঠের মন্তব্য, সে দিনের স্মরণসভায় হেমা না এসে ভালই করেছেন! কেন?

Advertisement
  • লখনউয়ে ধোঁয়াশা বিতর্ক, অতীত  থেকে শিক্ষা না নেওয়ার মাসুল,  ম্যাচ বাতিলের নেপথ্যে বোর্ড  কর্তারাই কাঠগড়ায়

    লখনউয়ে ধোঁয়াশা বিতর্ক, অতীত থেকে শিক্ষা না নেওয়ার মাসুল, ম্যাচ বাতিলের নেপথ্যে বোর্ড কর্তারাই কাঠগড়ায়

    বুধবার চতুর্থ টি-টোয়েন্টি বাতিল হয়ে যায় ধোঁয়াশার জন্য। বোর্ডকর্তারা অতীত থেকে সামান্য শিক্ষা নিলেই এই ঘটনা ঘটত না। বোর্ডকর্তাদেরই কাঠগড়ায় তুলেছেন ডেল স্টেন, রবিন উথাপ্পারা।

  • ওয়েবসাইট সজ্জার কারিগর হতে চাইলে কী নিয়ে পড়তে  হয়? ডিগ্রি অর্জনের সুযোগ কোথায় কেমন?

    ওয়েবসাইট সজ্জার কারিগর হতে চাইলে কী নিয়ে পড়তে হয়? ডিগ্রি অর্জনের সুযোগ কোথায় কেমন?

    একটা ক্লিকেই পৃথিবীর বিভিন্ন প্রান্তের তথ্য হাতের মুঠোয় চলে আসে। অনলাইন ওয়েবসাইটের এমন সজ্জার নেপথ্যে যাঁরা থাকেন, তাঁরা কী ভাবে হয়ে ওঠেন বিশেষজ্ঞ? রইল সুলুকসন্ধান।

  • পাক-বাংলাদেশ সখ্য বৃদ্ধিতে ভারতের চিন্তায় পড়ার যথেষ্ট  কারণ আছে! দাবি হাসিনা-পুত্র  জয়ের

    পাক-বাংলাদেশ সখ্য বৃদ্ধিতে ভারতের চিন্তায় পড়ার যথেষ্ট কারণ আছে! দাবি হাসিনা-পুত্র জয়ের

    হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে। দু’দেশের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। সামরিক ক্ষেত্রেও সহযোগিতা শুরু হয়েছে।

  • বিয়ের মাসখানেক আগে কড়া ডায়েট শুরু করেছেন? চটজলদি ওজন ঝরাতে গিয়ে ৫টি ভুল করছেন না তো

    বিয়ের মাসখানেক আগে কড়া ডায়েট শুরু করেছেন? চটজলদি ওজন ঝরাতে গিয়ে ৫টি ভুল করছেন না তো

    ক্র্যাশ ডায়েট করে অল্প দিনেই কয়েক কেজি ওজন কমিয়ে ফেলা যায় বটে, কিন্তু তার সঙ্গে উড়ে এসে জুড়ে বসে হাজার রকম শারীরিক সমস্যা। বিয়ের আগে যে সমস্যাগুলি বিপদে ফেলতে পারে কনেকে।

  • জেলের বাইরে অবস্থান বিক্ষোভ! সন্ত্রাসবিরোধী আইনে ইমরানের বোনেদের বিরুদ্ধে এ বার মামলা করল শাহবাজ় শরিফের সরকার

    জেলের বাইরে অবস্থান বিক্ষোভ! সন্ত্রাসবিরোধী আইনে ইমরানের বোনেদের বিরুদ্ধে এ বার মামলা করল শাহবাজ় শরিফের সরকার

    বুধবার আদিয়ালা জেলের বাইরে অবস্থানে বসেন ইমরানের বোন আলেমা, নৌরীন এবং উজ়মা। বিক্ষোভ দেখান পিটিআই-এর কর্মী ও সমর্থকেরাও। সব মিলিয়ে জেলের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের সরাতে জলকামান ছোড়ে পুলিশ।

  • সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার  ফিজ়িক্স-এ গবেষক প্রয়োজন, কারা পাবেন গবেষণার সুযোগ?

    সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স-এ গবেষক প্রয়োজন, কারা পাবেন গবেষণার সুযোগ?

    কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি-এর অধীনস্থ সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজ়িক্স-এ রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে।

Advertisement