অর্ঘ্যকমল অফিসিয়ালের উদ্যোগে ও রামরাজা স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ‘উৎকর্ষ’ দ্বিতীয় বর্ষে পদার্পণ করল।
সিএবি ইডেনের বিশ্বকাপের ম্যাচগুলিকে তিনটি ভাগে ভাগ করেছে। তিন ধরনের ম্যাচের টিকিটের দাম তিন রকম।
পশ্চিমবঙ্গের ১৩ জন শ্রমিক সম্প্রতি আটক হন উত্তরপ্রদেশে। তাঁদের মধ্যে ১২ জনই মুর্শিদাবাদের বাসিন্দা। এক জনের বাড়ি নদিয়ায়। অবশেষে রাজ্যের পুলিশ তথ্যযাচাই করে দেওয়ার পরে তাঁদের ছেড়ে দিল উত্তরপ্রদেশ পুলিশ।
সর্বশেষ এই জনমত সমীক্ষা (যার পোশাকি নাম, ‘অ্যাপ্রুভাল রেটিং’ বা গ্রহণযোগ্যতা) অনলাইন চালানো হয়েছিল। তিন দিনে এতে ১০১৬ জন মতামত দিয়েছেন। এই জনমত সমীক্ষার ফলাফলের সম্ভাব্য ভুল বা বিচ্যুতির পরিমাণ ৩ শতাংশ হতে পারে বলে রয়টার্স-ইপসোসের দাবি।
অ্যালেক্স ক্যারে ৭২ রানে ব্যাট করার সময় জশ টংয়ের বলে ক্যাচ আউটের আবেদন করে ইংল্যান্ড। মাঠের আম্পায়ার আউট না দেওয়ায় ডিআরএস নেয় ইংল্যান্ড। তার পরই ঘটে বিতর্কিত ঘটনা।
নভেম্বরে যখন এসআইআর শুরু হয়, তখন গুজরাতে ৫ কোটি ৮ লক্ষ ভোটারকে এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছিল। কিন্ত জমা পড়েছে ৪ কোটি ৩৪ লক্ষ ফর্ম। ৭৪ লক্ষ ভোটার জমাই দেননি ফর্ম।
ইউপিএ জমানায় কংগ্রেস নেত্রী সনিয়া দিল্লির প্রধানমন্ত্রী সংগ্রহশালা (তৎকালীন নেহরু সংগ্রহশালা) নেহরুর কিছু চিঠিপত্র নিয়ে যান বলে গত বছর বিজেপি অভিযোগ তুলেছিল।
কার্লোস আলকারাজ়ের যখন ১৫ বছর বয়স, তখন থেকে তাঁর কোচ হুয়ান কার্লোস ফেরেরো। কোচকে দ্বিতীয় বাবা হিসাবে দেখতেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়।
বিয়েবাড়িতে অতিথি হয়ে যাওয়া আর মনোরঞ্জন করার জন্য যাওয়া, এই দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে মনে করেন তিনি।
বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘‘ভারত আমাদের এটা (নির্বাচন) নিয়ে উপদেশ দিচ্ছে। একে আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি।’’
যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেছেন, তাঁদের প্রায় সকলেরই নাম থাকার কথা খসড়া তালিকায়। কিন্তু অভিযোগ, কিছু ক্ষেত্রে ফর্ম জমা দেওয়ার পরেও খসড়া তালিকায় নাম ওঠেনি। বিভিন্ন জেলায় এই ধরনের অভিযোগ উঠতে শুরু করেছে।
বুধবার লখনউয়ে কুয়াশার জন্য ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজ়ের ফলের জন্য অপেক্ষা করতে হবে পঞ্চম ম্যাচ পর্যন্ত। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারতের সিরিজ় হারের সম্ভাবনা থাকল না।