তৃণমূলের দাবি, রাজ্যে আরও একটি এসআইআর ‘ঘটিত’ মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশন এবং বিজেপিকে। পাল্টা বিজেপি দাবি করেছে, মৃত্যুর কারণ অন্য কিছু হতে পারে।
২০২২ সালের জুন মাসে কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় সা়ড়ে ১৭ থেকে ২১ বছর বয়সিরা চার বছরের মেয়াদে অগ্নিবীর হিসাবে বাহিনীতে নিযুক্ত হওয়ার সুযোগ পান।
রবিবার আরএসএস-এর ওই কর্মসূচিতে প্রধান বক্তা হিসাবে থাকার কথা সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের। কিন্তু ওই কর্মসূচিতে পুলিশি অনুমতি না-পাওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছিল। পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় আরএসএস।
বরাবর বয়সে বড় নায়িকাদের সঙ্গেই গুঞ্জন শোনা গিয়েছে ঋষভের। অন্য দিকে, উষসী জানিয়েছেন, তাঁরও বয়সে ছোট পুরুষদের সঙ্গেই প্রেম জমে!
শনিবার রাজ্যের সিইও-র সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রের বিভিন্ন সংস্থার আধিকারিকেরা। কমিশন সূত্রে খবর, এ রাজ্যের ভোটারদের শুনানির কাজে প্রায় ৩ হাজারের বেশি মাইক্রো অবজ়ার্ভার নিয়োগ করা হবে।
রাজ্য পুলিশ জানিয়েছে, বাংলাদেশের ঘটনার সঙ্গে মুর্শিদাবাদের ঘটনার তুলনা ভীষণ ভাবে উস্কানিমূলক এবং তথ্যগত ভাবে বিভ্রান্তিকর। আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যেই এটি করা হচ্ছে বলে মনে করছে পুলিশ।
পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘মৃত তরুণীর দাদার আশঙ্কা ছিল, পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাঁর বোন নিজের পছন্দের ছেলেকে বিয়ে করবে। তাই বন্ধুর সঙ্গে ষড়যন্ত্র করে বোনকে খুন করার পরিকল্পনা করেন।’’
গুজরাতে ভোটার তালিকার বিশেষ নিবি়ড় সংশোধন (এসআইআর) শুরুর আগে মোট ভোটার ছিলেন ৫ কোটি ৮ লক্ষ। খসড়া তালিকা প্রকাশের পরে তা কমে হয়েছে ৪ কোটি ৩৪ লক্ষ।
সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এক্স হ্যান্ডলে একগুচ্ছ পোস্টের মাধ্যমে সে বার্তা এল, যার শুরুতেই প্রধানমন্ত্রী লিখলেন, ‘‘আরও কিছু বিষয় ছিল, যা আমি রানাঘাটে বলতাম, কিন্তু আবহাওয়ার কারণে আমি সশরীরে সভায় হাজির হতে পারিনি। এখানে একগুচ্ছ বিষয় নিয়ে আরও কিছু কথা জানাচ্ছি।’’
আগামী ২২ ডিসেম্বর, সোমবার নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবীর। তার আগে নানা জায়গায় প্রস্তুতি সভা করছেন তৃণমূলের ওই ‘বিদ্রোহী’ বিধায়ক। প্রস্তুতি সভায় হাজার ত্রিশেক লোকের সামনে নতুন বার্তা দিলেন তিনি।
ফুলের পাপড়িতে শুধু সৌন্দর্য নয়, আছে চুলের শিকড়কে পুষ্ট করার শক্তি। অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন ও খনিজে ভরপুর ফুলগুলি কী ভাবে কেশস্বাস্থ্যের জন্য উপকারী?
অতিরিক্ত পণ্যের ব্যবহার থেকে ত্বককে বিশ্রাম দেওয়ার ভাবনাকেই ত্বকের উপবাস বলা হয়। যেখানে ১০ ধাপের ত্বকচর্চা প্রায় শূন্যে পৌঁছোয়। সম্প্রতি ইনস্টাগ্রামে ত্বকের উপবাসের ধারা বেশ জনপ্রিয় হয়েছে।