
দুর্নীতি রোধ করতে ও আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে ২০১৪ সালে ইউক্রেনে চালু হয়েছিল সম্পদ ঘোষণা। সরকারি কর্তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে সে দেশে। এই আয়-ব্যয়ের হিসাব দেশবাসীর সামনে প্রকাশ করেন সে দেশের প্রেসিডেন্টও। পারিবারিক সম্পদ, আয়, ব্যয় এবং অন্যান্য আর্থিক লেনদেনের হিসাবটি সম্প্রতি ঘোষণা করেছে প্রেসিডেন্টের কার্যালয়।

আইন মেনে ব্যক্তিগত আয় ও পারিবারিক আয়-ব্যয়ের খতিয়ান ইউক্রেনীয় জনগণের কাছে প্রকাশ করেছেন সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ২০১৯ সালে নির্বাচিত হওয়ার পর থেকে জ়েলেনস্কির আর্থিক স্বচ্ছতা অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তাঁর প্রশাসন। দাবি করা হয়েছে, তাঁর দুর্নীতিবিরোধী ভাবমূর্তির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি।