রাস্তায় থাকা ডিভাইডারে ধাক্কা খেয়ে দুর্ঘটনা। ১২ সেকেন্ডে ১৫ বার পাল্টি খেল দ্রুত গতিতে যাওয়া একটি গাড়ি। কর্নাটক রাজ্যের একটি জাতীয় সড়কে ঘটা ওই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটির একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কর্নাটকের জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। রাস্তার উপরে থাকা ডিভাইডারে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে একটি গাড়়ি। নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ১৫ বার পাল্টি খায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। ঘটনাটি জাতীয় সড়কের ধারে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা রাস্তা দিয়ে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে একটি গাড়ি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। গতিতে থাকার কারণে ১৫ বার পাল্টি খেয়ে যায় সেটি। রাস্তার এক ধারে গিয়ে পড়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি ‘পিঙ্কি রাজপুরোহিত’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে বুধবার পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাপ রে, কী ভয়াবহ পরিণতি! গায়ে কাঁটা দিল।’’