উপরোক্ত রুপোর দামগুলি সমস্ত করমুক্ত। রুপো কিনলে উপরের দামের সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং টিসিএস।
উপরের দাম কি সমস্ত কর সমেত?
এই রুপোর দাম কি কলকাতার বাইরেও প্রযোজ্য?
উপরের রুপোর দাম কেবল কলকাতার জন্যই প্রযোজ্য। দেশের বিভিন্ন শহর, এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও এই ধাতুর দামে হেরফের হতে পারে।
রুপো কিনলে কত পরিমাণে জিএসটি দিতে হয়?
রুপো দামের সঙ্গে ৩% এবং মজুরির উপর ৫% জিএসটি ধার্য করা হয়।
৯৯৯ রুপো কী?
৯৯৯ রুপোয় বিশুদ্ধতার পরিমাণ ৯৯.৯০ শতাংশ। এই ধরনের রুপো সাধারণত বাট হিসাবে বিক্রয় করা হয়।
রুপোর দাম কিসের উপর নির্ভর করে?
বাজারে জোগান এবং চাহিদা, ব্যাঙ্কের সুদের হার, মুদ্রাস্ফীতি-সহ বিভিন্ন অর্থনৈতিক ঘটনাবলি রুপোর দামকে প্রভাবিত করে।
রুপোর গয়নায় কত শতাংশ রুপো থাকে?
রুপো কতটা বিশুদ্ধ, বেশির ভাগ ক্ষেত্রেই তার উল্লেখ থাকে। যদি ৯৭০ লেখা থাকে তা হলে সেই অলঙ্কারে রুপোর পরিমাণ ৯৭ শতাংশ, যদি ৯২৫ লেখা থাকে, তা হলে সেখানে রুপোর পরিমাণ ৯২.৫ শতাংশ।