Presents
বছরের বেস্ট ২০২২ ২০২১ ২০২০
Back to
Powered by
Co - Powered by
Associate Partner
Confectionery Partner
Outdoor Partner

বছরের বেস্ট সন্ধ্যা

একসঙ্গে। এক মঞ্চে। বছরের বেস্ট সন্ধ্যার অনুষ্ঠান শেষে। (বাঁ দিক থেকে) জয়নীল মুখোপাধ্যায় (আরপি এসজি গ্রুপ), সোমনাথ ভট্টাচার্য (এইচপি গ্রুপ হসপিটাল), সতীন্দ্র রায় (সম্পর্ক অ্যাডভার্টাইজিং অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড), সৌরভ সাহা (টেস্ট অ্যান্ড বাইট),  আজহারউদ্দিন খান (বছরের বেস্ট), সাকেত মোহোতা (মার্লিন গ্রুপ), দেবলীনা সরকার (বছরের বেস্ট), প্রীতম ভদ্র (বছরের বেস্ট), জয়া চট্টোপাধ্যায় (বছরের বেস্ট), ঔষ্ণিক চন্দ্র (পিসি চন্দ্র জুয়েলার্স), অভীক সরকার, চন্দ্রশেখর ঘোষ (দশকের বেস্ট), সঞ্চালিকা তথা অভিনেত্রী পাওলি দাম, অরণি মুখোপাধ্যায় (বছরের বেস্ট), সৌমীতৃষা কুন্ডু (বছরের বেস্ট), শ্রেয়সী চট্টোপাধ্যায় (বছরের বেস্ট), অনিন্দ্য জানা এবং অভিজিৎ ঘোষ (সিইএসসি)।

একসঙ্গে। এক মঞ্চে। বছরের বেস্ট সন্ধ্যার অনুষ্ঠান শেষে। (বাঁ দিক থেকে) জয়নীল মুখোপাধ্যায় (আরপি এসজি গ্রুপ), সোমনাথ ভট্টাচার্য (এইচপি গ্রুপ হসপিটাল), সতীন্দ্র রায় (সম্পর্ক অ্যাডভার্টাইজিং অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড), সৌরভ সাহা (টেস্ট অ্যান্ড বাইট), আজহারউদ্দিন খান (বছরের বেস্ট), সাকেত মোহোতা (মার্লিন গ্রুপ), দেবলীনা সরকার (বছরের বেস্ট), প্রীতম ভদ্র (বছরের বেস্ট), জয়া চট্টোপাধ্যায় (বছরের বেস্ট), ঔষ্ণিক চন্দ্র (পিসি চন্দ্র জুয়েলার্স), অভীক সরকার, চন্দ্রশেখর ঘোষ (দশকের বেস্ট), সঞ্চালিকা তথা অভিনেত্রী পাওলি দাম, অরণি মুখোপাধ্যায় (বছরের বেস্ট), সৌমীতৃষা কুন্ডু (বছরের বেস্ট), শ্রেয়সী চট্টোপাধ্যায় (বছরের বেস্ট), অনিন্দ্য জানা এবং অভিজিৎ ঘোষ (সিইএসসি)।

চল+চিত্র

সরাসরি ‘বছরের বেস্ট’ সন্ধ্যা

উপনিষদের স্তোত্রগানে ‘বছরের বেস্ট’ সন্ধ্যার আবাহন। ঐতিহ্য আর আধুনিকতা মিলে গেল মঞ্চে। নানা ক্ষেত্রের এক ঝাঁক কৃতীর আলোয় উজ্জ্বল ঘণ্টা দেড়েক, সরাসরি পর্দায়।

টুকরো মুহূর্ত

বছরের বেস্ট সন্ধ্যা

আমাদের পার্টনার্স

শহর কলকাতায় বিদ্যুতের যুগের সূত্রপাত ‘দ্য ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন’ অর্থাৎ সিইএসসি-র হাত ধরে। ১৯৮৯ সাল থেকে কলকাতায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে রয়েছে এই সংস্থা। সত্তর-আশির দশকে এ শহরে যে নিয়মিত পাওয়ার-কাট বা লোডশেডিংয়ের সমস্যা শুরু হয়েছিল, তার আমূল বদল ঘটে সিইএসসি আসার পরেই।

চার দশকেরও বেশি সময় ধরে মার্লিন গ্রুপ আবাসন শিল্পে অগ্রণী ভূমিকা পালন করছে। ইট-কাঠ পাথরের চার দেওয়ালের বেষ্টনী পেরিয়ে মার্লিন বরাবর গুরুত্ব দিয়েছে উন্নত জীবনযাত্রার দিকে। তাদের হাত ধরেই বহু পরিবার খুঁজে পেয়েছে তাদের স্বপ্নের বাসস্থান। সময়ের সঙ্গে সেই পরিসর বেড়েছে। সংস্থা পা রেখেছে কলকাতার বাইরেও।

ভরসা এবং দক্ষতার আর এক নাম পিসি চন্দ্র জুয়েলার্স। দীর্ঘ ৮৫ বছরেরও বেশি সময় ধরে এই সংস্থা জায়গা করে নিয়েছে বাংলার মনে। নিখুঁত কারিগরি এবং ঐতিহ্যের মিশেলে পিসি চন্দ্র জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে করে তোলে অমূল্য।

পূর্ব ভারতের হার্ট কেয়ার এবং রিসার্চ ফাউন্ডেশনের একটি ইউনিট হিসাবে ২০২৩ সালে পথ চলা শুরু করে এইচপি ঘোষ হাসপাতাল। বিশ্বমানের চিকিৎসা পরিষেবা থেকে উন্নত প্রযুক্তি, এই দু’য়ের উপরে ভরসা রেখে খুব অল্প সময়ের মধ্যেই কলকাতার বুকে একটি পরিচিত এবং বিশ্বস্ত নাম হয়ে উঠছে তারা।

১৯৪২ সালে যাত্রা শুরু করে এশিয়ান পেন্টস পৌঁছে গিয়েছে ভারতের ঘরে ঘরে। বর্তমানে তারা দেশের অন্যতম সেরা রং প্রস্তুতকারক সংস্থা।

খুব অল্প সময়েই কলকাতার অন্যতম সেরা প্রিয় কনফেকশনারি ব্র্যান্ড হয়ে উঠেছে ‘টেস্ট অ্যান্ড বাইট’। কেক, প্যাটিস হোক বা স্ন্যাকস— এখানকার খাবারের গুণমান আর স্বাদই এই ব্র্যান্ডকে স্বতন্ত্র পরিচিতি প্রদান করেছে।

আউটডোর হোর্ডিং বা বিজ্ঞাপনের জগতে ‘সম্পর্ক অ্যাডভার্টাইজ়িং’ কলকাতার অন্যতম সেরা এজেন্সি। সেই কারণেই কোনও বিজ্ঞাপনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, শহরের ব্র্যান্ডগুলির ভরসার জায়গা এই সংস্থা।