ভারতীয় পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ভারত নয়, বিভিন্ন দেশের পণ্যের উপরেই ‘পাল্টা’ শুল্ক চাপিয়েছেন তিনি। কোন দেশের উপর কতটা শুল্ক চাপানো হল, তার তালিকা প্রকাশ করা হয়েছে বুধবার মধ্যরাতে (ভারতীয় সময়)। কিন্তু ট্রাম্পের সেই শুল্ক প্রযোজ্য হবে না ভারতের পাঁচ ধরনের পণ্যের উপর। ওই পণ্যগুলির লেনদেনে আপাতত বাড়তি শুল্ক নেবে না আমেরিকা।
ভারতের ২৬ শতাংশ শুল্কের তালিকা থেকে বাদ রাখা হয়েছে যে যে পণ্য, সেগুলি হল—
ওষুধ এবং ওষুধ তৈরির কাঁচামাল: ভারত থেকে যে সমস্ত ওষুধ বা ওষুধ তৈরির কাঁচামাল আমেরিকায় পাঠানো হয়, আপাতত তার উপর বাড়তি কর দিতে হচ্ছে না। ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর। তবে বিশেষজ্ঞেরা এই ধরনের পণ্যে শুল্কের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারছেন না। তাঁরা জানাচ্ছেন, এর আগে ওষুধ সংক্রান্ত পণ্যে শুল্কের কথা আলোচনা করেছেন ট্রাম্প। ফলে যে কোনও দিন তিনি শুল্কের তালিকায় এই পণ্য যোগ করতে পারেন। আমেরিকা থেকে ওষুধ সংক্রান্ত যে সমস্ত পণ্য ভারতে আমদানি করা হয়, তার উপর ১০ শতাংশ শুল্ক নিয়ে থাকে নয়াদিল্লি।
তামা: শুল্কের তালিকা থেকে প্রাথমিক ভাবে ভারতের তামা ও তামাজাত পণ্যগুলিকে বাদ রেখেছে ট্রাম্পের প্রশাসন। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে আমেরিকা ভারত থেকে মাত্র ৪০ মেট্রিক টন কাঁচা তামা আমদানি করেছিল। তবে পরিশোধিত তামা আমদানির পরিমাণ ছিল ৮১,৩০০ মেট্রিক টন। ট্রাম্পের শুল্ক ঘোষণার ফলে বিশ্বের বাজারে তামার দাম ৪ শতাংশ কমে গিয়েছে। এতে ভারতের লাভ হতে পারে।
ইস্পাত ও অ্যালুমিনিয়াম: ভারত থেকে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের পণ্যকেও শুল্কের তালিকা থেকে বাদ রেখেছে হোয়াইট হাউস। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ভারত থেকে যত ইস্পাত রফতানি করা হয়েছিল, আমেরিকায় গিয়েছে তার ৭.৫ শতাংশ। এই ধরনের পণ্যে শুল্ক না-চাপায় ভারতের উৎপাদনকারীরা লাভবান হতে পারেন।
আরও পড়ুন:
সোনা ও রুপোর বাট: বিশুদ্ধ সোনা এবং রুপোকে (সাধারণত বাট বা কয়েন) শুল্কের তালিকা থেকে বাদ রেখেছেন ট্রাম্প। এর ফলে সারা বিশ্বে সোনা ও রুপোর দাম বৃদ্ধি পেয়েছে। ভারতেও দুই ধাতুর দাম এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে। ভারতীয় বুলিয়ন অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ৩ এপ্রিল সকাল ৭টা ৩৯ মিনিটে ভারতে ১০ গ্রাম সোনার দাম ৮৯,৩৫০ টাকা।
অন্যান্য ধাতু: আমেরিকায় পাওয়া যায় না, এমন কোনও ধাতুর উপরেই শুল্ক আরোপ করেনি হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যে ধাতুগুলি আমেরিকায় পাওয়া যায় না, বাইরে থেকেই আমদানি করতে হয়, সেগুলির উপর কোনও শুল্ক আরোপ করা হবে না। ভারতের এই ধরনের ধাতুগুলিও ২৬ শতাংশ শুল্কের তালিকা থেকে বাদ যাচ্ছে।