সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগেই বিশেষ জার্সি পেলেন রিঙ্কু সিংহ। আইপিএলে ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন তিনি। সেই কারণেই তাঁর হাতে জার্সি তুলে দেয় দল। ইডেনে ঘণ্টা বাজিয়ে খেলা শুরু করার রীতি রয়েছে। সেই ঘণ্টাও বাজান রিঙ্কু।
২০১৮ সালে ৮০ লক্ষ টাকা দিয়ে রিঙ্কুকে কিনেছিল কেকেআর। শুরুর দিকে সে ভাবে তাঁকে খেলানো হত না। শুধু ফিল্ডিং করতেন তিনি। সেখানেও নজর কাড়তেন। দলের প্রতি তাঁর দায়বদ্ধতা ছিল দেখার মতো। ২০২৩ সাল থেকে নিয়মিত সুযোগ পেতে শুরু করেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে ম্যাচ জেতানোর পর আরও বেশি করে দলে জায়গা পেতে শুরু করেন। ভারতীয় দলেও জায়গা করে নেন। এ বারের আইপিএলের নিলামের আগে ১৩ কোটি টাকা দিয়ে রিঙ্কুকে ধরে রাখে কেকেআর।

রিঙ্কু সিংহের হাতে জার্সি তুলে দিলেন অজিঙ্ক রাহানে। ছবি: আইপিএল।
আরও পড়ুন:
আইপিএলে যদিও রিঙ্কুর প্রথম দল পঞ্জাব কিংস। ১০ লক্ষ টাকা দিয়ে তাঁকে ২০১৭ সালে কিনেছিল তারা। কিন্তু পরের বার ছেড়ে দেয়। সে বারই কলকাতা তুলে নেয় রিঙ্কুকে। ২০২২ সালে রিঙ্কুর দাম কমে যায়। ৫৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে দলে রেখে দেয় কেকেআর। সেখান থেকে ১৩ কোটিতে পৌঁছে গিয়েছেন রিঙ্কু।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ