Advertisement
E-Paper

ছত্রাকঘটিত রোগের আতঙ্ক বাড়ছে, ঝুঁকিতে ডায়াবিটিস, ক্যানসারের রোগীরা, সতর্ক করল হু

শরীর দুর্বল হলে মূলত বাসা বাধে এই ছত্রাক। ডায়াবিটিসের রোগী, বেশি দিন আইসিইউ-তে থাকা রোগী, কেমোথেরাপি নিচ্ছেন এমন রোগীরা ঝুঁকিতে। সাবধান করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Drug-resistant fungal diseases are on the rise, says WHO

ছত্রাকঘটিত সংক্রমণ নিয়ে সতর্ক করল হু। ছবি: ফ্রিপিক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১১:৩৪
Share
Save

কোভিডের পর পরই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল। ফের একবার ছত্রাকঘটিত নানা রকম সংক্রামক অসুখ নিয়ে চিন্তা বাড়ছে। এই ব্যাপারে সতর্ক করে নির্দেশিকাও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাতে স্পষ্ট বলা হয়েছে, অবহেলা করলেই প্রাণঘাতী হতে পারে সংক্রামক ছত্রাক। ওই নির্দেশিকায় ছত্রাকের সংক্রমণ শনাক্তকরণ এবং করণীয় সম্পর্কে প্রাথমিক তথ্য রয়েছে।

হু জানাচ্ছে, শরীর দুর্বল হলে মূলত বাসা বাধে এই ছত্রাক। ডায়াবিটিসের রোগী, বেশি দিন আইসিইউ-তে থাকা রোগী, দীর্ঘ দিন স্টেরয়েডের ব্যবহারকারী, কো-মর্বিডিটি যুক্ত ব্যক্তিদের ছত্রাকের সংক্রমণের আশঙ্কা রয়েছে। সাধারণত খাবার, মাটি এবং বাতাস থেকেই এই সংক্রমণ মানুষের শরীরে ছড়ায়।

ক্যানসারের চিকিৎসা চলছে, কেমোথেরাপি নিচ্ছেন এমন রোগীর শরীরে ছত্রাকের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। শুধু তা-ই নয়, এইচআইভি-তে আক্রান্ত রোগী অথবা অঙ্গ প্রতিস্থাপন হয়েছে এমন রোগীরাও ঝুঁকিতে। হাসপাতালের পরিবেশ যদি পরিচ্ছন্ন না হয়, অথবা চিকিৎসা ব্যবস্থায় অবহেলা হয়, তা হলে এই ধরনের রোগের ঝুঁকি আরও বাড়বে বলেই জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকায়।

ছত্রাকের রোগে জ্বর, চোখে-নাকে ব্যথা, মাথাব্যথা, নাকের চামড়া বিবর্ণ হয়ে যাওয়া, ঠোঁট কালচে হওয়া, দেখতে অসুবিধা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, কফ, রক্তবমির মতো সমস্যা এমনকি মানসিক ভারসাম্যহীনতাও দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। সংক্রমণের সন্দেহ হলে বিন্দুমাত্র সময় নষ্ট না করে দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা করানোর কথাও বলছেন চিকিৎসকেরা।

Fungal Infection WHO

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}