বাংলা নববর্ষের আগে শোকের ছায়া অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের জীবনে। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত অভিনেত্রীর মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার ডট কমকে কনীনিকা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল পাঁচটায় চিরতরে বিদায় নিয়েছেন তাঁর মা। বয়স হয়েছিল ৬৪ বছর। মাকে হারিয়ে অভিনেত্রীর হাহাকার, “আমার সমস্ত শক্তির উৎস আমার মা। তাঁকেই হারিয়ে ফেললাম। আমার বলতে আর কী রইল?”
এ দিন প্রতিটি কথায় বারে বারে মাকে স্মরণ করেছেন অভিনেত্রী। তাঁর আফসোস, “মঙ্গলবার প্রতি দিনের মতোই শুটিং করতে গিয়েছি। রোজ জি বাংলার ‘রান্নাঘর’ শো-এর চারটি করে পর্ব শুটিং করি। তিনটি পর্ব শুটিংয়ের পর খবর আসে, মায়ের অবস্থা খারাপ।” ওই খবর শোনার পরেও শুটিং বন্ধ করেননি তিনি। কাজ শেষ করার পর হাসপাতালে পৌঁছে দেখেন, মা আর নেই!
আরও পড়ুন:
বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছেন কনীনিকা। বলেছেন, “কাজের চাপে গত সাত দিন এত ব্যস্ত ছিলাম যে মাকে দেখতে পর্যন্ত যেতে পারিনি। গেলে হয়তো বুঝতে পারতাম, মায়ের যাওয়ার সময় এসে গিয়েছে।” বার্ধক্যজনিত সমস্যাই কি কেড়ে নিল অভিনেত্রীর মাকে? জবাবে তিনি জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সদ্যপ্রয়াত কল্পনা দেবীকে দুটো টিকা দেওয়া হয়। কিন্তু তাতে তাঁর কোনও উপকার হয়নি। অভিনেত্রীর দাবি, “দক্ষিণ ভারত থেকে শুরু করে মাকে কত চিকিৎসকের কাছে নিয়ে গেলাম। কোনও চিকিৎসক বলতেই পারলেন না, আমার মায়ের ঠিক কী হয়েছিল!”
বোন ঋত্বিকাকে নিয়ে মাকে দাহ করে কনীনিকা যখন বাড়ি ফেরেন তখন রাত আড়াইটে। বুধবারেও কি শুটিং করবেন তিনি? অভিনেত্রী জানিয়েছেন, এই একটি দিন তিনি ছুটি নিয়েছেন। বৃহস্পতিবার থেকে আবার পুরনো রুটিনে ফিরবেন।