রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়রথ থামিয়েছে গুজরাত টাইটান্স। বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে হারিয়েছে তারা। ম্যাচ জিতে কি বিরাট কোহলিকে খোঁচা মারলেন শুভমন গিল? গুজরাতের অধিনায়কের কথায় কিসের ইঙ্গিত?
বেঙ্গালুরুকে হারিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন শুভমন। সেখানে দলের ক্রিকেটারদের উল্লাসের একটি ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে লেখা, “খেলায় নজর, গ্যালারির শব্দে নয়।”
কারও নাম করেননি শুভমন। কিন্তু কেন এই ম্যাচ জিতেই এই পোস্ট তিনি করলেন। গুজরাত তো এর আগে মুম্বই ইন্ডিয়ান্সকেও হারিয়েছে। সেই ম্যাচের পর তো এমন কিছ লেখেননি তিনি। সেই কারণেই জল্পনা শুরু হয়েছে। চিন্নাস্বামীতে এমনিতেই বেঙ্গালুরুর সমর্থক ছাড়া বাকিদের দেখা যায় না। দল ভাল খেলুক বা খারাপ, সমর্থনের অভাব হয় না কোহলিদের। এক শব্দব্রহ্ম তৈরি হয়। সেখানে প্রতিপক্ষ দলের খেলা আরও কঠিন হয়। কিন্তু তাঁরা সেই শব্দকে চুপ করিয়ে দিয়েছেন। সেই কারণেই কি এমন কথা বললেন তিনি?
আরও পড়ুন:
গ্যালারির এই চিৎকারের সঙ্গে পরিচিত কোহলি। মাঠে অনেক সময় দেখা যায়, গানের তালে তিনি নাচছেন। আবার উত্তেজিত ভঙ্গিতে দর্শকদের সঙ্গে উল্লাস করেন। তাঁদের তাতান। কোহলির এই স্বভাবের সঙ্গে ভারতীয় ক্রিকেট পরিচিত। তুলনায় শুভমন শান্ত। খুব একটা বেশি উচ্ছ্বাস দেখান না। দর্শকদের সঙ্গে ভাব বিনিময় করতেও দেখা যায় না তাঁকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ভারতীয় ক্রিকেটে শুভমনের পদার্পণের পর তাঁকে ভবিষ্যতের কোহলি বলা হত। মূলত তাঁদের খেলার ধরন অনেকটা এক। অল্প সময়ে নিজের জায়গা পাকা করেছেন শুভমন। শুধু তা-ই নয়, সাদা বলের ক্রিকেটে ভারতের নতুন সহ-অধিনায়ক হয়েছেন তিনি। অর্থাৎ, ভবিষ্যতের নেতা ভাবা হচ্ছে তাঁকে। তবে ভারতের টি-টোয়েন্টি দলে নিজের জায়গা হারিয়েছেন শুভমন। তাঁর খেলার সমালোচনা হয়েছে। আইপিএলেও তাঁর নেতৃত্বের সমালোচনা হয়েছে। সেই কারণেই কি ম্যাচ জিতে সেই প্রশ্নের জবাব দিলেন শুভমন? জানিয়ে দিলেন, শুধু খেলার দিকেই নজর থাকে তাঁর।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
২৩:২৩
বুমরাহকে ছক্কা মেরে করুণের প্রত্যাবর্তন, সাত বছর পর আইপিএলে অর্ধশতরান, তবুও হার দিল্লির -
২১:১৯
রোহিত, হার্দিকের ব্যর্থতা ঢেকে বড় রান মুম্বইয়ের, অপরাজিত থাকতে দিল্লির লক্ষ্য ২০৬ রান -
১৯:১৩
ব্যাটে গন্ডগোল! ম্যাচের মাঝেই সল্ট এবং হেটমেয়ারের ব্যাট পরীক্ষা করলেন মাঠের আম্পায়ার -
১৮:৫১
দুই দলের ক্যাচ ফেলার প্রতিযোগিতা, সল্ট-কোহলিতে আইপিএলে রাজস্থানকে হারাল বেঙ্গালুরু -
১৫:০৯
‘স্টুডিয়োয় বসে মন্তব্য করা সহজ’, আইপিএলের ধারাভাষ্যকারদের উপর রেগে লাল লখনউয়ের শার্দূল