মারা গিয়েছেন ভেবে বৃদ্ধকে চিতায় তুলেছিলেন পরিবারের সদস্যেরা। চিতায় আগুন লাগাতেই লাফিয়ে বেরিয়ে এলেন তিনি। ‘ভূত’ দেখার মতো চমকে গেলেন বৃদ্ধের আত্মীয়-পরিজনেরা। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বৃদ্ধকে চিতায় শোয়ানো হয়েছে। চিতা ঘিরে দাঁড়িয়ে রয়েছেন বৃদ্ধের পরিবারের সদস্য এবং আত্মীয়-পরিজনেরা। তবে চিতায় আগুন ধরাতেই ঘটে এক অদ্ভুত ঘটনা। মৃত ভেবে চিতায় শুইয়ে রাখা ওই বৃদ্ধ তেড়েফুঁড়ে উঠে পড়েন। এক লাফে চিতা থেকে বাইরে বেরিয়ে আসেন তিনি। তাঁকে দেখে চমকে যান উপস্থিত মানুষজন। ‘মৃত’কে বেঁচে উঠতে দেখে অনেকে ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। হইচই পড়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। রবিবার পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই ভিডিয়ো দেখার পর আমি আলোর চেয়েও দ্রুত গতিতে দৌড়োব।’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘মনে হচ্ছে মরার আগে জিবলি ছবি বানাতে ভুলে গিয়েছিল। তাই আবার বেঁচে উঠল।’’ তবে ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের অনেকে। তাঁদের দাবি, ভিডিয়োটি নিছকই মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। বাস্তবে এমন ঘটনা ঘটেনি।