অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাই কোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ গত ৮ এপ্রিল খারিজ করে দেয় শীর্ষ আদালত। বৃহস্পতিবার এই মামলার নির্দেশনামা প্রকাশিত হল।
এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে আপাতত স্বস্তি মিলেছে। ২০২৬-এর আগেই এই সমস্যার সমাধান হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। আর্জি ছিল, যাঁরা ‘দাগি’ নন, আপাতত তাঁদের চাকরি বহাল থাক। সেই আবেদনেই সাড়া দিয়েছে আদালত। তবে শিক্ষকেরা স্কুলে যেতে পারলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশ বহাল থাকবে।
চিনকে ধ্বংস করতে শুল্কের মাত্রা উত্তরোত্তর বাড়িয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ড্রাগনের উপর পুরনো শত্রুতার প্রতিশোধ নিতে চাইছেন তিনি, মত বিশ্লেষকদের।
রাজস্থান রয়্যালস তাদের প্রথম দু’টি হোম ম্যাচ খেলেছে গুয়াহাটিতে। জয়পুর থেকে ১৯৭৩ কিলোমিটার দূরের এক শহরকে কেন তাদের কেন্দ্র করা হয়েছে? নেপথ্যে কী কারণ?
গত মঙ্গলবারই মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখার কাছে নিজের বয়ান দেন সময়। ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এ যোগদানকারী রণবীর ইলাহাবাদিয়া, অপূর্বা মুখিজা, আশিস চাঁচলানি, জসপ্রীত সিংহের বয়ানও নথিবদ্ধ করা হয়েছে।
নারকেল দিয়ে চিংড়ি ভাপা খেয়েছেন। তা হলে এক বার ডাবের শাঁস দিয়ে রান্না করে দেখুন। গরম ভাতে দারুণ জমবে।
শিশুদের দীর্ঘমেয়াদি অপুষ্টির মূল্য চোকাতে হবে এই দেশকেই, শ্রমশক্তি, মেধাশক্তির মূল্যে। জিডিপি-র বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতির একটি, কিন্তু শিশুদের মধ্যে অপুষ্টির নানা সূচক অনুসারে আফ্রিকার দরিদ্র দেশগুলির সমতুল্য ভারত।
মনোচিকিৎসকরা বহু দিন সতর্ক করেছেন, অন্যকে দুঃখ দিয়ে, লজ্জাবোধ করতে বা কষ্ট পেতে দেখে উপভোগের আচরণ পাঁচ-ছয় বছর বয়স থেকেই লক্ষ করা যায়। সম্প্রতি কয়েকটি স্কুলের শিক্ষকরা এই মতটির সপক্ষে কিছু প্রমাণ পেয়েছেন।
দিল্লি হোক বা পশ্চিমবঙ্গ, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এ সব রোজকার অভিজ্ঞতা। কারণ দুই ক্ষেত্রেই শিক্ষা ভোটব্যাঙ্ক তৈরির হাতিয়ার। শিক্ষার আঙিনা রাজনীতির বাহনে পরিণত।
আফ্রিকার এই দেশগুলিতে পরিবার পরিকল্পনা পরিষেবার প্রয়োজন অপরিসীম। নাইজারে মহিলারা এখনও গড়ে ছ’সাতটি সন্তানের জন্ম দেন। উপযুক্ত গর্ভনিরোধকের অভাবে জনসংখ্যা বাড়বে, দারিদ্রও।
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy