এই সপ্তাহে টিআরপি তালিকায় উলটপুরাণ। গত ১৪ সপ্তাহ ধরে ধারাবাহিকের টিআরপি তালিকার শীর্ষে ছিল ‘পরিণীতা’। উদয়প্রতাপ ও ঈশানী অভিনীত এই ধারাবাহিক সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে। অবশেষে সেই তালিকায় বদল এল। প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এল ‘পরিণীতা’। সেই জায়গায় প্রথম স্থানে উঠে এল ‘ফুলকি’ ও ‘জগদ্ধাত্রী’। গত সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এই দুই ধারাবাহিক। চলতি সপ্তাহে ৭ নম্বর নিয়ে প্রথম স্থানে জ়ি বাংলার এই দুই ধারাবাহিক। দু’টি ধারাবাহিকেই বিশেষ পর্ব দেখানো হয়েছে এই সপ্তাহে। এ বার ‘পরিণীতা’র প্রাপ্ত নম্বর ৬.৯।
তৃতীয় স্থানে রয়েছে, স্টার জলসার ধারাবাহিক ‘রাঙামতী তিরন্দাজ’। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯। গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও চতুর্থ স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮। গত সপ্তাহের পঞ্চম স্থান এ সপ্তাহেও ধরে রেখেছে ‘চিরদিনই তুমি যে আমার’। ৫.৫ নম্বর নিয়ে যৌথ ভাবে পঞ্চম স্থানে রয়েছে ‘গীতা এলএলবি’-ও।

গ্রাফিক: আনন্দবাজার.কম।
তবে এই সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে ধারাবাহিক ‘কথা’। ৫.৩ নম্বর নিয়ে এই ধারাবাহিক এই সপ্তাহে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া ও রোশনাই। প্রাপ্ত নম্বর ৪.১। অষ্টম স্থানেও রয়েছে একটি নতুন ধারাবাহিক— ‘দুগ্গামণি ও বাঘমামা’। এই প্রথম টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করে নিল এই ধারাবাহিক।