রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল। ইংল্যান্ডে আর্সেনালের কাছে প্রথম পর্বে ০-৩ হারেন কিলিয়ান এমবাপেরা। দ্বিতীয় পর্বে ৬৫ মিনিটে বুকায়ো সাকার গোলে আর্সেনাল এগিয়ে যায়। দু’মিনিট পরে ১-১ করেন ভিনিসিয়াস জুনিয়র। সংযুূক্ত সময় ২-১ করে দেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেলি। খেলা শেষ হয় এই ফলেই। এবং সেমিফাইনালে উঠে যায় আর্সেনাল দুই পর্ব মিলিয়ে ৫-১ জিতে। পাশাপাশি বায়ার্ন মিউনিখও শেষ চারে যেতে পারল না। প্রথম পর্বে তারা ১-২ হেরেছিল ইন্টার মিলানের কাছে। দ্বিতীয় পর্বে ইটালিতে খেলা শেষ হল ২-২ ফলে। দুই পর্ব মিলিয়ে ৪-৩ জিতে শেষ চারের টিকিট পেয়ে গেল ইন্টার মিলান।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)