‘বিজেপি সমর্থিত’ সংগঠনকে মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালত জানাল, তারা ত্রাণের কাজে সেখানে যেতে পারবে। বৃহস্পতিবার ‘খোলা হাওয়া’ নামে ওই সংগঠনকে শর্তসাপেক্ষে মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। তাঁর নির্দেশ, অশান্তিপ্রবণ এলাকায় তিন জনের একটি দল গিয়ে ত্রাণ দিতে পারবে। ওই বিষয়ে জেলাশাসককে জানাতে হবে। সেখানে কোনও ধরনের উস্কানিমূলক মন্তব্য করা যাবে না।
আগামী শনিবার মুর্শিদাবাদে ত্রাণ বিতরণ করতে চেয়ে হাই কোর্টে আবেদন করে সংগঠনটি। রাজ্য প্রশাসনের অনুমতি না পেয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছিল। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওই সংগঠনের সভাপতি তারকেশ্বর আসনে বিজেপির প্রার্থী হয়েছিলেন। ফলে এর নেপথ্যে রাজনৈতিক কারণ থাকতে পারে। রাজ্য ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতিশীল। রাজ্য প্রয়োজনীয় পদক্ষেপ করছে। এই মুহূর্তে কোনও সাহায্যের দরকার নেই। তার পরেও যদি কেউ সাহায্য করতে চান, তবে জেলাশাসককের কাছে ত্রাণসামগ্রী পোঁছে দিন।’’
মামলাকারীর আইনজীবীর পাল্টা বক্তব্য, ‘‘রাজ্য পুলিশের ডিজি বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তার পরেও কেন যেতে দেওয়া হবে না? শিশুদের খাবার, ত্রিপল দেওয়া হবে। জেলাশাসক অনুমতি দেননি।’’
দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সরকারের বাইরে কেউ যদি ত্রাণ দিতে চান, কিসের আপত্তি? এতে আইনশৃঙ্খলার অবনতি হবে বলে আদালত মনে করছে না। আদালত জানায়, ‘খোলা হাওয়া’ নামে ওই সংগঠন মুর্শিদাবাদে ত্রাণ নিয়ে যেতে পারবে।