বুধবার আইপিএলে রাজস্থানকে সুপার ওভারে হারিয়েছে দিল্লি। মিচেল স্টার্কের দু’টি ওভার হিসাব বদলে দিয়েছে। তবে জিতেও শান্তি নেই দিল্লির। ম্যাচের পর শাস্তি পেয়েছেন দলের বোলিং কোচ মুনাফ পটেল। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ভারতীয় বোর্ড জানিয়েছে, আইপিএলের শৃঙ্খলাবিধির ২.২০ ধারা ভেঙেছেন মুনাফ। খেলার স্বার্থের পরিপন্থী, এমন কাজের জন্যই এই শাস্তি দেওয়া হয়। মুনাফ নিজে এই শাস্তি মেনে নিয়েছেন। কী কারণে মুনাফ এই শাস্তি পেয়েছেন তা বোর্ডের তরফে স্পষ্ট করে বলা হয়নি।
তবে সূত্রের খবর, ম্যাচের মাঝে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্যই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। দলের দ্বাদশ ব্যক্তিকে জল নিয়ে মাঠে পাঠাতে চেয়েছিলেন মুনাফ। আসল উদ্দেশ্য ছিল ক্রিজ়ে থাকা ব্যাটারদের উদ্দেশে বার্তা পাঠানো। তবে চতুর্থ আম্পায়ার অনুমতি দেননি। তখনই তাঁর সঙ্গে তর্ক জুড়ে দেন মুনাফ। তাঁকে হাত দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে কথা বলতে দেখা গিয়েছে।
আরও পড়ুন:
এ বছরই দিল্লিতে যোগ দিয়েছেন মুনাফ। তবে আইপিএলে কোনও দিন দিল্লির হয়ে খেলেননি। রাজস্থান, মুম্বই এবং অধুনালুপ্ত গুজরাত লায়ন্সের হয়ে খেলেছেন। ৬৩টি ম্যাচে ৭৪টি উইকেট রয়েছে তাঁর। তবে বার বার চোট পেয়েছেন। সে কারণে ক্রিকেটজীবন দীর্ঘায়িত হয়নি।
ভারতের হয়ে ১৩টি টেস্টে ৩৫টি উইকেট নিয়েছেন। ৭০টি এক দিনের ম্যাচে ৮৬টি উইকেট নিয়েছেন। ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মুনাফ।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১২:৪৫
ধোনির সঙ্গে কথা বলতে গেলে এখনও ভয় পান জাডেজা, সাফল্যের নেপথ্যে রয়েছেন পুলিশকর্তা মহেন্দ্রও! -
১০:৪০
সবচেয়ে আগে সরাতে হবে ‘মূর্খ’ পণ্ডিতকে, পরের আইপিএলে ছন্দে ফিরতে আরও কী সিদ্ধান্ত নিতে হবে নাইট টিমের কর্তাদের -
১৭:৫৩
চড়াই-উতরাইয়ের মরসুম শেষ! বিদায়বেলায় লখনউ পরিবারকে কী বার্তা দিলেন পন্থ -
১৪:৫৫
পন্থের শতরানের জবাব অপরাজিত ৮৫ রানে, জিতেশের ইনিংসে গর্বিত কেকেআরের প্রাক্তন ক্রিকেটার -
আইপিএল বনাম পিএসএল, দুই লিগের দামি ক্রিকেটারেরা কত আয় করেন? ঋষভদের সঙ্গে বাবরদের আয়ের ফারাক কতটা?