২০২৬ সালের ১৯ মার্চ থেকে বক্স অফিসে ঝড় শুরু হবে। সাত দিনের মাথায় পর পর চারটি ছবি মুক্তি পেয়ে কোটি কোটি টাকার ব্যবসা করতে পারে। আর এর ফলে বিপুল মুনাফা করতে পারে ভারতীয় বক্স অফিস।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৪:৫৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
টানা সাত দিনের ব্যবধানে চলচ্চিত্রজগতের কাণ্ডকারখানা বক্স অফিসে ‘আগুন লাগিয়ে’ দিতে পারে। কোটি কোটি টাকা ব্যবসার মুখ দেখতে পারেন ছবিনির্মাতারা। এমনটাই দাবি অধিকাংশ চলচ্চিত্র বিশেষজ্ঞের। সাত দিনের মাথায় পর পর এমন কয়েকটি ছবি মুক্তি পেতে পারে, যার ফলে বক্স অফিসের লক্ষ্মীলাভ হতে বাধ্য। সেই তালিকায় রয়েছে বড় মাপের তারকাদের ছবি।
০২১৮
চলতি বছরে নয়, বক্স অফিসে ‘যুদ্ধ’ বাধতে পারে আগামী বছর। ২০২৬ সালের মার্চ মাসে প্রেক্ষাগৃহে এক সপ্তাহের ব্যবধানে মুক্তি পাবে একাধিক নতুন ছবি, যেগুলি তাদের বাজেটের তুলনায় বেশি ব্যবসা করতে পারে বলে ফিল্ম বিশেষজ্ঞদের বিশ্বাস।
০৩১৮
২০২৩ সালের ডিসেম্বর মাসে দক্ষিণী অভিনেতা যশের ১৯তম ছবির ঘোষণা করা হয়েছিল। তবে সেই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী বছরের মার্চ মাসে।
০৪১৮
বক্স অফিস সূত্রে খবর, ২০২৬ সালের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে যশের ১৯তম ছবি ‘টক্সিক’। দক্ষিণী তারকার পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে একাধিক বলি নায়িকাকে।
০৫১৮
গুঞ্জন শোনা গিয়েছে যে, ‘টক্সিক’ ছবিতে যশ এবং নয়নতারার মতো দক্ষিণী তারকাদের পাশাপাশি অভিনয় করতে পারেন কিয়ারা আডবাণী, তারা সুতারিয়া এবং হুমা কুরেশির মতো বলি নায়িকারা।
০৬১৮
‘টক্সিক’ ছবিটি যে যশের কেরিয়ারে নতুন মাইলফলক তৈরি করতে পারে, সে বিষয়ে প্রায় নিশ্চিত ফিল্ম বিশেষজ্ঞেরা। এমনকি, বক্স অফিসে ছবিটি বিপুল ব্যবসা করতে পারে বলেও জানিয়েছেন তাঁরা।
০৭১৮
আগামী বছরে বক্স অফিসে ঝড় তুলতে পারে আরও এক দক্ষিণী অভিনেতার ছবি। কানাঘুষো শোনা গিয়েছে যে, ২০২৬ সালের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলুগু ভাষার ছবি ‘দ্য প্যারাডাইস’।
০৮১৮
‘দ্য প্যারাডাইস’ ছবির মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় নায়ক নানিকে। নানির এই ছবিটিরও বক্স অফিস থেকে উপার্জন করার সম্ভাবনা রয়েছে।
০৯১৮
২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এনটি রাম রাও জুনিয়র এবং রামচরণ অভিনীত তেলুগু ছবি ‘আরআরআর’। এই ছবিটি বক্স অফিসে হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলেছিল। এমনকি, অস্কারের মঞ্চেও এই ছবির গান ‘নাটু নাটু’ সাড়া ফেলেছিল। তার পর বড় পর্দা থেকে তিন বছরের বিরতি নিয়েছিলেন রামচরণ।
১০১৮
চলতি বছরের জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে রামচরণ অভিনীত ‘গেম চেঞ্জার’ নামের তেলুগু ভাষার একটি ছবি মুক্তি পায়। তিন বছর পর বড় পর্দায় দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেতাকে। তার উপর আবার এই ছবিতে বলি নায়িকা কিয়ারা আডবাণীর সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।
১১১৮
তিন বছর আগে হাজার কোটি টাকার ক্লাবে ছবি উপহার দিলেও দীর্ঘ বিরতির পর সে ভাবে ‘কামব্যাক’ করতে পারেননি রামচরণ। বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে।
১২১৮
আগামী বছর একটি ছবি মুক্তি পাওয়ার কথা রামচরণের। চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা, সেই ছবিটি বক্স অফিসে মন্দ ব্যবসা করবে না। বরং লক্ষ্মীলাভ করার সম্ভাবনাই বেশি।
১৩১৮
কানাঘুষো শোনা যাচ্ছে যে, ২০২৬ সালের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রামচরণ অভিনীত ‘পেদ্দি’ ছবিটি। এই ছবিতেও এক বলি নায়িকাকে অভিনয় করতে দেখা যেতে পারে।
১৪১৮
বলিপাড়ার গুঞ্জন, ‘পেদ্দি’ ছবিতে রামচরণের সঙ্গে অভিনয় করতে দেখা যেতে পারে বলি অভিনেত্রী জাহ্নবী কপূরকে। এর আগেও দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন জাহ্নবী।
১৫১৮
২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এনটি রাম রাও জুনিয়র অভিনীত তেলুগু ভাষার ছবি ‘দেভারা: পার্ট ওয়ান’। এই ছবিতে দক্ষিণী অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন জাহ্নবী।
১৬১৮
২০২৬ সালের মার্চ মাসে মুক্তি পাওয়া ‘মেগা’ ছবির তালিকায় একটি মাত্র জায়গা নিয়েছে বলিউড। তবে সেই একটি ছবিতেই বক্স অফিস মাত করে দিতে পারে বলে দাবি ফিল্ম বিশেষজ্ঞদের।
১৭১৮
বলিপাড়া সূত্রে খবর, ২০২৬ সালের ২০ মার্চ প্রেক্ষাগৃহে সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় মুক্তি পাওয়ার কথা ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিটির। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভট্ট, রণবীর কপূর এবং ভিকি কৌশলকে। বিয়ের তিন বছর পর আবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে রণবীর-আলিয়া জুটিকে।
১৮১৮
২০২৬ সালের ১৯ মার্চ থেকে বক্স অফিসে ঝড় শুরু হবে। সাত দিনের মাথায় পর পর চারটি ছবি মুক্তি পেয়ে কোটি কোটি টাকার ব্যবসা করতে পারে। আর এর ফলে বিপুল মুনাফা করতে পারে ভারতীয় বক্স অফিস।