শীঘ্রই চার্জশিট দেবে মুম্বই পুলিশ। মনে করা হচ্ছে, অশালীন মন্তব্যের বিরুদ্ধে কড়া হবে প্রশাসন। এরই মধ্যে সময় রায়নাকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন তাঁর বন্ধু রণবীর ইলাহাবাদিয়া।
গত মঙ্গলবারই মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখার কাছে নিজের বয়ান দেন সময়। ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এ যোগদানকারী রণবীর ইলাহাবাদিয়া, অপূর্বা মুখিজা, আশিস চাঁচলানি, জসপ্রীত সিংহের বয়ানও নথিবদ্ধ করা হয়েছে। মুম্বই পুলিশের (সাইবার অপরাধ দমন) অতিরিক্ত ডিরেক্টর জেনারেল যশস্বী যাদব আগেই জানিয়েছেন, বিষয়টির গুরুত্ব বুঝে শীঘ্রই তাঁরা প্রথম চার্জশিট পেশ করতে চলেছেন।
মাসখানেক আগে সময় রায়নার পডকাস্ট অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এ গিয়ে বিতর্কিত মন্তব্য করেন রণবীর। তার পর থেকে ওই দুই নেটপ্রভাবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বিভিন্ন জায়গায়। সাময়িক বন্ধ করে দেওয়া হয় রণবীরের চ্যানেল ‘বেয়ার বাইসেপস’। যদিও সময় বিদেশে অনুষ্ঠান করে বেড়াচ্ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। রণবীরের চ্যানেলটিও ফের চালু করার অনুমতি দিয়েছে আদালত।
এরই মধ্যে রণবীর সমাজমাধ্যমে নিজের অনুরাগীদের সঙ্গে কথা বলেন। সম্প্রতি তিনি অনুরাগীদের যে কোনও প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেন। সেখানেই উঠে আসে সময় রায়নার প্রসঙ্গ। নিজের ‘বন্ধু’ এবং নেটপ্রভাবীদের প্রতি নিজের সমর্থনের কথা জানান রণবীর। আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, সময় ঠিক ফিরে আসবে।
সময়কে কিংবদন্তি বলে উল্লেখ করে তিনি লেখেন, “সময় ফিরবে। নানা সময়ের পর আমরা কাছাকাছি এসেছি, সুসময়ে তো বটেই দুঃসময়েও আমরা পরস্পরের পাশে দাঁড়িয়েছি। ঈশ্বর আমাদের সবাইকে দেখছেন। শুধু বলতে চাই, ভালবাসি। ছবি এখনও বাকি আছে।”