টেনিস বিশ্বে অন্যতম তারকা মারিয়া শারাপোভা। ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত খেলেছেন। পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। সেই শারাপোভার সঙ্গে এক ভারতীয় ক্রিকেটারের মিল পেয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। সেই কারণে ওই ক্রিকেটারকে শারাপোভা বলেও ডাকেন তিনি।
মোহিত শর্মা এখন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। তাঁকেই ধোনি শারাপোভা বলে ডাকেন। কেন? মোহিত বলেন, “আমি বল করার সময় চিৎকার করি। কেন করি জানি না। বন্ধ করার চেষ্টা করেছি। কিন্তু হয় না। এক সময় মাহি ভাই আমাকে মারিয়া শারাপোভা বলে ডাকতে শুরু করে। ও বলে, আমার চিৎকারের জন্য ব্যাটারের মনে হয় বল ১৪০-১৫০ কিলোমিটার গতিতে আসবে। যদিও সেটা হয় না।” শারাপোভাও টেনিস খেলার সময় চিৎকার করতেন। সেই কারণেই মোহিতকে শারাপোভা বলে ডাকেন ধোনি।
আরও পড়ুন:
দেশের হয়ে ২৬টি এক দিনের ম্যাচ এবং আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোহিত। আন্তর্জাতিক মঞ্চে নিয়েছেন ৩৪টি উইকেট। ভারতের হয়ে ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত খেলেছেন মোহিত। সেই সময় খেলতেন ধোনিও। ৩৬ বছরের মোহিত এখন ক্রিকেট কেরিয়ারের শেষ পর্যায়। ৪৩ বছরের ধোনি এখনও খেলে চলেছেন।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ