রিল তৈরির নেশা প্রাণ কাড়ল তরুণীর। ভারসাম্য রাখতে না পেরে জলের তোড়ে ভেসে গেলেন তিনি। উত্তরাখণ্ডের উত্তরকাশীর একটি ঘাটে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। যেখানে সমাজমাধ্যমের জন্য ভিডিয়ো তৈরি করার সময় নদীতে ডুবে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সেই মর্মান্তিক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়ো দেখে শিউরে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর তীব্র স্রোতের মধ্যেও সাদা গেঞ্জি ও খয়েরি প্যান্ট পরা এক তরুণী নদীতে নেমে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। কিছু ক্ষণের মধ্যেই স্রোতের টানে দেহের ভারসাম্য ঠিক রাখতে পারলেন না তিনি। আচমকাই উল্টে পড়ে যান জলে। তীব্র জলের স্রোতে ভেসে গেলেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী জলে ডুবে যাওয়ার পর পরই ‘মা, মা’ বলে একটি চিৎকার শোনা যাচ্ছে। সেই চিৎকার সম্ভবত ওই তরুণীর সন্তানের, যে ভিডিয়োটি ক্যামেরাবন্দি করছিল। সংবাদমাধ্যমে বলা হয়েছে ভয়াবহ এই ঘটনাটি ১৫ এপ্রিল ঘটেছিল। তরুণী ও তাঁর পরিবার উত্তরাখণ্ডের উত্তরকাশীতে বেড়াতে গিয়েছিলেন।
ডুবে যাওয়ার খবর পেয়ে রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতর এবং স্থানীয় পুলিশ উভয়ের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। উদ্ধারকারী দল বহু অনুসন্ধান চালিয়েও তরুণীকে খুঁজে পায়নি। তাঁর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে বলে মনে করা হচ্ছে। ১৬ এপ্রিল এক্স হ্যান্ডলে শেয়ার করা ভিডিয়ো দেখে ক্ষোভপ্রকাশ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। কিছু লাইক এবং খ্যাতি পাওয়ার জন্য অনেকে তাঁদের জীবন ঝুঁকির মুখে ফেলে দিচ্ছেন সে নিয়ে চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমের পাতায়। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “একটি ছোট বাচ্চা কেবল রিলের কারণে তার মাকে হারিয়েছে।’’ আর এক জন লিখেছেন, ‘‘ওই শিশুটির প্রতি আমার সহানুভূতি আছে, কিন্তু ওই মহিলার প্রতি আমার কোনও সহানুভূতি নেই।’’