কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসের ম্যাচ ছিল মর্যাদার লড়াই। গত বছর শ্রেয়স আয়ারের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এ বার শ্রেয়সকে আর রাখেননি কেকেআর কর্তৃপক্ষ। মঙ্গলবার হাড্ডাহাড্ডি ম্যাচে কেকেআরকে ১৬ রানে হারিয়েছে শ্রেয়সের পঞ্জাব। তার পর পুরনো দলকে উদ্দেশ করে সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন পঞ্জাব অধিনায়ক।
কেকেআরকে হারানোর পর সমাজমাধ্যমে শ্রেয়স পঞ্জাবিতে লিখেছেন, ‘‘চারদি কালা’। বাংলায় এর অর্থ, যে শক্তি ক্রমশ বাড়ছে। সঙ্গে পঞ্জাবের ক্রিকেটারদের উচ্ছ্বাসের বেশ কয়েকটি ছবিও দিয়েছেন শ্রেয়স। শ্রেয়সের দু’শব্দের এই বার্তাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। অনেকে মনে করছেন, কেকেআর কর্তৃপক্ষকে খোঁচা দিয়েছেন পঞ্জাব অধিনায়ক। শ্রেয়স হয়তো বুঝিয়ে দিয়েছেন, কেকেআর তাঁকে না রাখলেও নতুন দল নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন। পঞ্জাবকে আইপিএলের নতুন শক্তি হিসাবে তৈরি করতে চান।
আরও পড়ুন:
তিক্ত অতীত ভুলে সামনে এগোতে চাইছেন শ্রেয়স। নতুন দলের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য তাঁর। মঙ্গলবার ব্যাট হাতে কেকেআরকে জবাব দিতে পারেননি শ্রেয়স। তবে তাঁর চতুর নেতৃত্বের ফাঁদে আটকে ১১২ রানের লক্ষ্যে পৌঁছোতে পারেননি অজিঙ্ক রাহানেরা।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ