২১ জানুয়ারি ২০২৫

৮ মার্চ। বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সেই নারী, যাঁর এক অঙ্গে ভিন্ন রূপ। কখনও মেয়ে, কখনও স্ত্রী, কখনও আবার মা। তিনিই যেন আলোর পথযাত্রী। এগিয়ে নিয়ে চলেন গোটা সৃষ্টিকে। কখনও তিনি রুদ্র, কখনও বা অপরূপা। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘‘নবসমাজে নারীশক্তিকে বলা যেতে পারে আদ্যাশক্তি। এই সেই শক্তি, যা জীবলোকে প্রাণকে বহন করে, প্রাণকে পোষণ করে।’’

এক সময় যে নারীর অভ্যাস বাঁধা পড়েছিল গৃহস্থের চার দেওয়ালে, তারাই এখন সেই অভ্যাসের সুতো ছিঁড়ে আধুনিক, উপার্জনশীল, আত্মনির্ভর ও নীতিনির্ধারক হয়ে ভিন্ন ভিন্ন রূপে নিজেদের তুলে ধরেছে। এই আন্তর্জাতিক নারী দিবসে আনন্দবাজার অনলাইন প্রত্যেক নারীকে কুর্নিশ জানাচ্ছে, যাঁরা সমাজের বেড়াজাল ভেঙে লিখেছেন নতুন আখ্যান। যাঁদের ভাবনা বদলে দিয়েছে প্রথাগত ধ্যান-ধারণাকে। এমনই ২২ জন নারীর গল্প আমরা তুলে ধরেছি আনন্দবাজারের ‘সর্বজয়া’ বিভাগে।

সর্বজয়াদের গল্প