মায়ানমারের সেনা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জ় মিন তুন জানিয়েছেন, শুক্রবারের ভূমিকম্পে ৩,৪০০ জন আহত হয়েছেন। তার পর থেকে এখনও সে দেশে প্রায় ৩০০ জনের খোঁজ মিলছে না।
ট্রাম্পের তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার বাসনায় জল ঢালতে পারে মার্কিন সংবিধান। আবার সাংবিধানিক বিধির ফাঁক গলেই ফের হোয়াইট হাউসে ঢুকে পড়তে পারেন তিনি।
রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং হিন্দু রাষ্ট্রের দাবিতে অগ্নিগর্ভ নেপাল। সাবেক রাজা জ্ঞানেন্দ্রকে ফেরানোর দাবিতে গণবিক্ষোভের মুখে পড়েছে কাঠমান্ডু। কিন্তু কেন?
করোনা অতিমারির পর বলে থুতু লাগানো বন্ধ করে দেওয়া হয়েছিল। এ বারের আইপিএলে সেই নিয়মে বদল আনা হয়। এখন বোলারেরা বলে থুতু লাগাতে পারেন। সেই সঙ্গে দ্বিতীয় ইনিংসে বল বদলানোর সুযোগও পাচ্ছেন তাঁরা। এতে লাভ হচ্ছে কি?
এখানেই শেষ নয়। নির্যাতিতার কিছু ছবি ও ভিডিয়ো সেই সময়ে তুলে রেখেছিলেন সনোজ।
অ্যাকোয়ারিয়ামে নতুনত্ব চান? তা হলে রাখুন এমন এক মাছ, যা মুখ দিয়ে জল ছুড়ে শিকার করে। কী সেই মাছ, কী ভাবেই বা রাখবেন?
গ্রামীণ কর্মসংস্থান যোজনার টাকা আসবে, না কি আটকে থাকবে, সেই সিদ্ধান্তটিও নির্ভর করে কোন দিকের পাল্লায় ভোটের ওজন কতখানি, তার উপরে।
রাজ্যে পালাবদল ঘটেছে। সেই সরকারও তিনটি পর্ব অতিক্রম করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। কিন্তু বেলগাছিয়ার সেই ভাগাড় থেকে গিয়েছে তার স্ব-চরিত্রেই। ফলে যে বিপর্যয় সময়ের অপেক্ষা ছিল, সেটিই ঘটেছে।
তোশক-চাদর তক্তপোশে বিছানো থাকলে হস্টেল, সকালে গুটিয়ে নিলে ক্লাসরুম। আবাসিক স্কুলে বারো জন শিক্ষক, দু’জন রন্ধনকর্মী, সাতচল্লিশ জন পড়ুয়া।
আমার আজকাল রাগ-ক্লান্তি এই দুটো অনুভূতি গুলিয়ে যায় মাঝেমাঝে। এদের উপর রাগ করব, সেও বড় ক্লান্তিকর কাজ। বললাম, “আমি বাংলায় কথা বলি। আমি কি তা হলে আপনার কথায় বাংলাদেশি?”
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy