পহেলগাঁও হামলার পর সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাকিং। ফলে বহু তথ্য হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। এই পরিস্থিতিতে অ্যাপ্ল ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে সতর্কবার্তা দিল কেন্দ্র।
সম্প্রতি, আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, এমনকি অ্যাপ্ল টিভিও হ্যাক হতে পারে বলে সার্কুলার জারি করে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি)। শুধু তা-ই নয়, অ্যাপ্লের যাবতীয় গ্যাজেট থেকে তথ্য অন্যত্র সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারি সংস্থা।
সিইআরটির জারি করা সার্কুলারে বলা হয়েছে, ‘‘অ্যাপ্লের গ্যাজেটগুলির কোর অডিয়ো ফ্রেমওয়ার্কের মেমোরিতে বেশ কিছু সমস্যা রয়েছে। সেটাকে কাজে লাগিয়েই আইফোন, আইপ্যাড, ম্যাকবুক বা অ্যাপ্ল টিভি থেকে তথ্য চুরি করতে পারে সাইবার অপরাধীরা। আর তাই গ্রাহকদের এ ব্যাপারে বাড়তি সতর্ক হতে হতে হবে।’’
সাইবার নিরাপত্তার সঙ্গে জড়িত কর্তাব্যক্তিদের দাবি, অ্যাপ্লের ডিভাইসগুলি হ্যাক করা মোটেই সহজ নয়। কিন্তু হ্যাকারেরা অডিয়ো হার্ডঅয়্যারকে কাজে লাগিয়ে সিস্টেমকে সংক্রামিত করতে পারে। সে ক্ষেত্রে ডিভাইসের নিরাপত্তাকে এড়িয়ে গিয়ে আইফোন, আইপ্যাড, ম্যাকবুক বা অ্যাপ্ল টিভি থেকে তথ্য চুরি করার সুযোগ পাবে তাঁরা।
অ্যাপ্লের কোন কোন প্ল্যাটফর্মের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি, সংশ্লিষ্ট সার্কুলারে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। সেই তথ্য অনুযায়ী, ১৮.৪.১-এর পূর্ববর্তী আইওএস এবং আইপ্যাডওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের সতর্ক হতে বলা হয়েছে। একই ভাবে ১৫.৪.১ পূর্ববর্তী ম্যাকওএস সিকোইয়া অপারেটিং সিস্টেম, অ্যাপ্ল টিভির ১৮.৪.১ অপারেটিং সিস্টেম এবং ভিশনওএস অপারেটিং সিস্টেমের ২.৪.১ সংস্করণের গ্রাহকদের গ্যাজেটে হ্যাকার হানার সর্বাধিক আশঙ্কার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, আইফোন ১৬ প্রো ম্যাক্স বা ভিশন প্রো হেডসেটের মতো অ্যাপ্লের সর্বশেষ গ্যাজেটগুলি সাইবার অপরাধীদের নাগালের বাইরে নয়। এগুলির সফ্টঅয়্যার হ্যাকার হানা কতটা সামলাতে পারবে, তা নিয়ে সন্দিহান ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট সংস্থাটির তরফে এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।