দিন কয়েক আগে হিন্দুদের নাম করে বিষোদ্গার করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তার তিন-চার দিনের মাথায় জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর বর্বরোচিত হামলা চালায় ইসলামাবাদ মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ। তার পর আবার গত দু’দিন ধরে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন। ঘটনাপ্রবাহ দেখে বিশ্লেষকদের দাবি, ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে পাকিস্তান।
অর্থনৈতিক বাধ্যবাধকতা ও অভ্যন্তরীণ সমস্যা নিয়ে পাকিস্তান ইতিমধ্যেই জর্জরিত। এর পর এখন সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়া এবং পাকিস্তান স্টক এক্সচেঞ্জ (পিএসএক্স)-এর মুখ থুবড়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ার কারণে পাক অর্থনীতির হাল আরও বেহাল হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে এই সময় ভারতের সঙ্গে সংঘাতে গেলে ফল মোটেও ভাল হবে না পাকিস্তানের জন্য। অন্তত তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞেরা।
পহেলগাঁও কাণ্ডের পর সিন্ধু জল চুক্তি স্থগিত করা, অটারী-ওয়াঘা সীমান্ত বন্ধ করা, পাকিস্তানিদের ভিসা বাতিল-সহ পাকিস্তানের বিরুদ্ধে করা ভারত সরকারের একাধিক পদক্ষেপের পর বৃহস্পতিবার রক্তক্ষরণ হয় পিএসএক্সে। সে দেশের শেয়ার বাজারের সূচক দু’হাজার পয়েন্ট পড়ে যায়। সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয় বাজার। শেয়ার বাজারের সেই ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান।
বস্তুত, ১৯৬০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুসারে, সিন্ধু এবং তার দুই উপনদী, বিতস্তা (ঝিলম) ও চন্দ্রভাগার (চেনাব) জলের উপরে অধিকার ও কর্তৃত্ব থাকবে পাকিস্তানের। ভারতের নিয়ন্ত্রণে থাকবে সিন্ধুর তিন উপনদী— বিপাশা (বিয়াস), শতদ্রু (সাতলেজ়) এবং ইরাবতী (রাভি)।
কিন্তু সেই সিন্ধু জল চুক্তি স্থগিত করতেই দৃশ্যত মাথায় হাত পড়েছে পাকিস্তানের। এর ফলে পাকিস্তানের পঞ্জাব এবং সিন্ধু প্রদেশে জলসেচ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। যার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়বে কৃষিতে। অর্থনৈতিক সঙ্কটে বিপর্যস্ত পাকিস্তানের ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে। কারণ, সিন্ধু ও তার উপনদীগুলির জলের উপরেই পাকিস্তানের ৮০ শতাংশ কৃষি নির্ভরশীল!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy