ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে অভিষেক নায়ারকে ছেঁটে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কয়েক দিন আগে বোর্ডের চাকরি খোয়ানোর পর অভিষেক আবার যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। আরও একটি চাকরি পেলেন কেকেআরের সহকারী কোচ।
আইপিএল শেষ হলেই নতুন কাজে যোগ দেবেন অভিষেক। টি-টোয়েন্টি মুম্বই লিগের দল মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস মেন্টর হিসাবে নিয়োগ করল অভিষেককে। আগামী ২৬ মে থেকে শুরু হবে টি-টোয়েন্টি মুম্বই লিগ। আট দলের প্রতিযোগিতা চলবে ৮ জুন পর্যন্ত। ছ’বছর বন্ধ থাকার পর আবার নতুন করে শুরু হচ্ছে প্রতিযোগিতাটি। প্রায় ২৮০০ ক্রিকেটার খেলার আগ্রহ প্রকাশ করে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সভাপতি অজিঙ্ক নায়েক বলেছেন, ‘‘এমসিএ স্থানীয় কোচ এবং সাপোর্ট স্টাফদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাঁরা যাতে মুম্বই এবং ভারতীয় ক্রিকেটে আরও বেশি অবদান রাখতে পারেন, সেই সুযোগ করে দেওয়াই লক্ষ্য আমাদের।’’ টি-টোয়েন্টি মুম্বই লিগের বিভিন্ন দলের কোচ হিসাবে থাকছেন ওমকার সালভি, রাজেশ পওয়ার, অতুল রানাডে, প্রবীণ তাম্বের মতো কোচদের।
আরও পড়ুন:
ভারতীয় দলের প্রাক্তন এবং কেকেআরের সহকারী কোচ অভিষেক মেন্টরের ভূমিকায় থাকবেন। আগামী ২৫ মে আইপিএলের ফাইনাল। কেকেআর আইপিএলের ফাইনালে উঠলে কোনও বিশ্রাম পাবেন না অভিষেক। পরের দিনই তাঁকে কাজে নেমে পড়তে হবে টি-টোয়েন্টি মুম্বই লিগের দল মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালসের হয়ে। প্রতিযোগিতার আর একটি দল এআরসিএস আন্ধেরির মেন্টর হয়েছেন পরশ মাম্বরে।
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ