সেমিফাইনালে হারের পরও আত্মবিশ্বাস হারাননি লক্ষ্য। অন্তত ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন। পারলেন না ২২ বছরের তরুণ। প্রথম গেম জিতেও হেরে গেলেন।
প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। একটি পদক একটুর জন্য হাতছাড়া হয়েছে। নিজের জোড়া পদক নিয়ে আইফেল টাওয়ারের সামনে দেখা গেল ভারতীয় শুটারকে।
অলিম্পিক্সে টেবিল টেনিসের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেল ভারত। সোমবার প্রি-কোয়ার্টার ফাইনালে রোমানিয়াকে ৩-২ ফলে হারিয়েছে ভারত। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।
অবধারিত গোল যে একা সৃজেশ বাঁচালেন, তার হিসাব রাখাই কঠিন হয়ে যাচ্ছিল। একটা পরিসংখ্যান দেখলাম যে, গ্রেট ব্রিটেন ২১টা শট নিয়েছে গোলে।
সৃজেশ যাঁকে ছোট ভাইয়ের মতো দেখেন এবং সব চেয়ে বেশি গালাগাল বরাদ্দ থাকে তাঁর জন্য। মনপ্রীত বলছিলেন, ‘‘সৃজেশ ভাই গালাগাল না দিলে যেন মনে হয়, কী একটা নেই।
নিখাত জ়ারিন ও লাভলিনা ছিলেন সব চেয়ে বড় আশা। অনেকেই আশা করেছিলেন, বক্সিং থেকে অন্তত দুটি পদক আসতে পারে।
কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন তিনি। সেই অপরাধে এক ম্যাচ নির্বাসিত করা হল ভারতের ডিফেন্ডার অমিত রুইদাসকে।
ভারতীয় দলের বিরুদ্ধে গ্রেট ব্রিটেনের গোলরক্ষক আইপ্যাডের ব্যবহার করেন। সেই নিয়ে অভিযোগ জানাল ভারতীয় হকি সংস্থা। আম্পায়ারিং নিয়েও অভিযোগ জানিয়েছে তারা। আন্তর্জাতিক হকি সংস্থার কাছে অভিযোগ জানানো হয়েছে।
অলিম্পিক্সে পুরুষদের হকির সেমিফাইনালে উঠেছে ভারত। শুট আউটে জয়ের নায়ক পিআর শ্রীজেশ জানিয়েছেন, এই ম্যাচকেই শেষ ম্যাচ ভেবে খেলতে নেমেছিলেন তিনি।
এক দিন আগেই সমাজমাধ্যমের পোস্টে কোচিং থেকে অবসরের কথা ঘোষণা করেছেন মাথিয়াস বো। তার পরেই স্বামীর উদ্দেশে ‘হুকুম’ করলেন অভিনেত্রী স্ত্রী তাপসী পন্নু। জানালেন, এ বার মাথিয়াসকে ঘরের কাজও করতে হবে।