বুধবার সকালে বিনেশ ফোগাটের ওজন মাপা হয়। সেখানে দেখা যায় তাঁর ওজন ১০০ গ্রাম বেশি। সেই কারণে বিনেশকে ৫০ কেজি বিভাগের ফাইনালে নামতে দেওয়া হবে না।
বিনেশের লক্ষ্য একটাই, সোনার পদক। বুধবার রাতে সেই লক্ষ্য নিয়েই কুস্তির ম্যাটে নামবেন তিনি। প্রতিপক্ষ আমেরিকার সারা হিলডেব্রান্ট।
কুস্তির ফাইনালে উঠেছেন বিনেশ ফোগট। ভারতের প্রথম কুস্তিগির হিসাবে অলিম্পিক্সে সোনা জেতার সুযোগ রয়েছে তাঁর। বিনেশ মাকে জানিয়েছেন, সোনা জিতেই ফিরবেন তিনি।
প্যারিস অলিম্পিক্সেও হকিতে সোনা হাতছাড়া হল ভারতের। তবে সুযোগ রয়েছে ব্রোঞ্জ জেতার। সেই লড়াইয়ের আগে সেমিফাইনালে হারের পরে সতীর্থদের সামলালেন পিআর শ্রীজেশ।
টোকিয়োর মতো প্যারিসেও হকির ফাইনালে উঠতে পারল না ভারতীয় দল। সোমিফাইনালে জার্মানির কাছে হারতে হল হরমনপ্রীতদের। জার্মানিকে হারিয়েই গত বার ব্রোঞ্জ জিতেছিল ভারত।
প্যারিসের আগে বিনেশ ফোগটের অলিম্পিক্স অভিজ্ঞতা সুখকর ছিল না। রিয়োয় চোট, টোকিয়োয় বিতর্ক সঙ্গী হয়েছিল তাঁর। তবু হাল ছাড়েননি। চালিয়ে গিয়েছেন লড়াই।
প্যারিস অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদক নিশ্চিত করলেন বিনেশ ফোগট। কুস্তিতে ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠলেন মহিলা কুস্তিগির। সেমিফাইনালে কিউবার গুজ়মান লোপেজ়কে হারিয়েছেন তিনি।
প্রথম থ্রোয়েই ৮৯.৩৪ মিটার। মঙ্গলবার স্তাদ দ্য ফ্রাঁসে জ্যাভলিনের গ্রুপ বি-র যোগ্যতা অর্জন পর্ব শুরু হওয়ার পর প্রথম প্রয়াসেই ফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলেন তিনি। নীরজ চোপড়ার মতে, ফাইনালে অন্য লড়াই দেখা যেতে চলেছে।
লক্ষ্যের হারের পর হতাশা লুকিয়ে রাখতে পারেননি পাড়ুকোন। ভারতীয় খেলোয়াড়দের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্যাডমিন্টন দলের মেন্টর। পাল্টা মুখ খুলেছেন সব ম্যাচ হারা পোনাপ্পাও।
প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পদক জিতেছেন মনু ভাকের। পদকজয়ী শুটারের কোচ যশপাল রানা অভিযোগ করেছেন, মনুর কেরিয়ার শেষ করার চেষ্টা করা হয়েছিল।