স্কিমের প্রাথমিক ম্যাচুরিটি প্রোফাইলের সঙ্গে সামঞ্জস্য রেখে বন্ডে অতিরিক্ত অঙ্ক পুনরায় বিনিয়োগ করা হয়। রোল ডাউন স্ট্র্যাটেজিসহ ওপেন এন্ডেড স্কিমে বিনিয়োগ করার অর্থ নির্দিষ্ট ম্যাচুরিটি ও ওয়াইটিএমসহ একটি বন্ডে বিনিয়োগ করা।
ঋণ তহবিলের মূল কৌশল হল স্থির আয়ের সিকিউরিটিগুলিতে বিনিয়োগ করা যেমন কর্পোরেট বন্ড, সরকারি সিকিউরিটিজ, ব্যাঙ্ক সিডি অর্থাৎ সার্টিফিকেট ডিপোজিট এবং আরও অন্যান্য। ঋণ তহবিল আপনার পোর্টফোলিওতে স্থিতিশীলতা নিয়ে আসে।
এই মুহূর্তে বাজারে ৪৪টি সংস্থা আমার আপনার কাছ থেকে বিনিয়োগের জন্য যে টাকা তুলেছে, তার অঙ্ক জানেন? ২৪ লক্ষ কোটি টাকা! এটা কত বড়, তা বুঝতে কেন্দ্রীয় বাজেটে চোখ রাখুন।
মূলত দৈনিক রিটার্ন ট্র্যাক করে পোর্টফোলিও ও বেঞ্চমার্কের মধ্যে আনুপাতিক ফারাকের অঙ্ক। আমরা যে সংখ্যাটি পাই তা জানান দেয় ফান্ডের পোর্টফোলিও সূচকের সঙ্গে কতটা তাল মিলিয়ে চলছে।
যদি কর্তৃপক্ষ মনে করেন, বিশেষ কোনও স্বার্থে কেউ বাজারে টাকা ঢালছে বা তুলছে এমন ভাবে, যাতে অন্য লগ্নিকারীদের ক্ষতি হতে পারে বা বাজারের পক্ষে যা শুভ নয়। এ রকম হলে আপনি আপনার তহবিল বিক্রি করে টাকা তোলার ক্ষেত্রে আটকে যাবেন বাজারে লেনদেনের উপরে নিষেধাজ্ঞার কারণে।
খুঁজে দেখুন ‘ক্যাটেগরি ইন্ডেক্স‘। আপনি যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন, তার মতো একাধিক প্রকল্প বাজারে আছে। এই সূচক আপনাকে বুঝতে সাহায্য করবে একই ধরনের বিনিয়োগ করা অন্য ফান্ডগুলি তুলনায় কেমন করছে।
অন্যান্য জরুরি শর্তের মধ্যে যেমন রয়েছে স্টক এক্সচেঞ্জে সেটির ট্রেডিং ভল্যুম। সঙ্গে মার্কেট ক্যাপও একটি বিশেষ প্রয়োজনীয় ফ্যাক্টর। ফ্লেক্সি ক্যাপ ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজার যথেষ্ট স্বাধীনতা পান তাঁর হোল্ডিংগুলির পরিবর্তনের বিষয়ে।
বিনিয়োগের মেয়াদ, টাকার অঙ্ক, কত লাভ হয়েছে সে সবের উপর নির্ভর করছে এই করের পরিমাণ। ইক্যুইটিতে এক বছরের কম সময়ের বিনিয়োগ হলে এবং সেই অর্থবর্ষে লাভের পরিমাণযদি ১ লক্ষ টাকার উপর হয়, তা হলে আয়কর দাঁড়াবে ১৫ শতাংশ।
দীর্ঘমেয়াদের করপাসের ঝুলিতে ঋণ, ইক্যুইটি এবং রিয়েল এস্টেট, বিভিন্ন অনুপাতের এবং বিভিন্ন ম্যাচুওরিটির লগ্নি থাকা উচিত। তাঁর ঋণ: ইক্যুইটির অনুপাত সূত্র হবে, (১০০ – বয়স) = ইক্যুইটি ও বাকি ঋণ
লগ্নির বাজারে নানান সূচক রয়েছে। আর এই সূচকগুলি তৈরি হয় বিশেষ কয়েকটি শেয়ারের দামের গড় ওঠাপড়া ধরে বাজারের অবস্থা জানান দেওয়ার জন্য। আবার সব শেয়ার সমান ওজনদার হয় না।