আপনার খরচও সঙ্গে সঙ্গে এই তিন শ্রেণিতে ভাগ হয়ে যাবে। এবার এই তালিকা অনুযায়ী সঞ্চয়ের টাকা ভাগ করা শুরু করুন। আগে তো প্রয়োজন মেটাতেই হবে। তার পর ভাববেন চাহিদা মেটানোর কথা এবং সব শেষে সেই সব যা থাকলে আপনার ভাল লাগত।
মিউচুয়াল ফান্ডের নানা বৈচিত্র্যের পাশাপাশি সহজ বিনিয়োগ পদ্ধতিও এখন হাতের মুঠোয়। কী ভাবে? এসআইপি বা পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে বিরতি নিয়ে অল্প পরিমাণে টাকা লগ্নি করতে পারেন।
দুটো এক শ্রেণির বিনিয়োগের আলাদা হোল্ডিং পিরিয়ড থাকতেই পারে। ধরুন, একটা স্টক আপনাকে ৪০ শতাংশ গ্রোথ দিয়েছে ছয় বছরে। আর একটা ফিক্সড ডিপোজিট প্রতি বছর ৮.৫ শতাংশ করে সুদ দিয়েছে।
তার থেকে সঞ্চয়ের জন্য যদি সোনার কথা ভাবেন, তা হলে সোনা/রুপোতে বিনিয়োগ করতে পারেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। এতে আপনার সোনা বা রুপো রাখার জন্য ব্যাঙ্কে দৌড়তে হবে না। আবার বিক্রি করার হুজ্জোতও পোহাতে হবে না।
চিনের বাজার ২০২২ সালে প্রায় ২০ শতাংশ এবং মার্কিন বাজার ২৫ শতাংশ পড়ে গিয়েছে। ইউরোপের বাজারের ক্ষেত্রে যদি মহাদেশের প্রতিনিধি হিসাবে জার্মানির সূচক ডিএএক্স বা চলতি কথায় ড্যাক্স–এর কথা বলি, তা হলে তা অল্প হলেও বছর শেষ করেছে শুরুর তুলনায় নীচেই।
ঋণ তহবিলে রিটার্নের উৎস সাধারণত দু’টি, যে বন্ডে বিনিয়োগ করা হয় তার কুপন আয় থেকে এবং বন্ডের দামের ওঠানামা থেকে।
ধরুন আগামী বছর আপনার স্বপ্নের মোটরবাইক কেনার জন্য সঞ্চয় করতে চাইছেন, সে ক্ষেত্রে গত বছর আপনাকে ২৫ শতাংশ রিটার্ন দিয়েছে এই রকম ফান্ড কেনা অর্থহীন।
বাজার খারাপ হলে সমগ্র খাতের গড় খরচ কমে যায় এবং সেই সময় কেনা ইউনিটগুলি আপনার রিটার্ন যোগ করবে। পাশাপাশি এর চক্রবৃদ্ধি নিশ্চিত করবে।
শেয়ার বাজার এমন একটি স্থান যেখানে বিভিন্ন বেসরকারি সংস্থা তাদের শেয়ার কেনাবেচা করে। একে পুঁজি বাজারও বলা হয়। বর্তমানে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির ফলে শেয়ার বাজারে বড়সড় ধস নেমেছে।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অব ইন্ডিয়া (এনএসই)-র অধীনস্থ এনএসই ইন্ডিসেস লিমিটেডের মালিকানাধীন হল নিফটি ফিফটি।