শিশু বিমা পরিকল্পনা কী, তা নিয়ে অধিকাংশ মানুষেরই খুব কম ধারণা থাকে। তাই বাবা-মায়েরা শিশু পরিকল্পনাকে সঞ্চয়ের একটি নির্ভরযোগ্য উপায় হিসেবে গণনা করেন না।
নিজেকে একটু গুছিয়ে উঠতে উঠতেই বিয়ে বা সংসার ইত্যাদির চাপ এসে পড়ে। সব কিছুর মাঝে আমাদের চোখ এড়িয়ে যায় বিমার কথা।
এ বার শিশুদের জন্য বিশেষ পলিসি নিয়ে এসেছে এলআইসি। এলআইসি-র এই নতুন পলিসির নাম ‘অমৃতবাল চিল্ড্রেন প্ল্যান'। এটি একটি ইন্ডিভিজুয়াল, সেভিংস, লাইফ ইনসিওরেন্স পলিসি।
এই পলিসিধারকেরা অ্যানুইটির জন্য মোট ১১ ধরনের বিকল্প পাবেন। এ ছাড়াও বেশি বয়সের ক্ষেত্রে উচ্চতর অ্যানুইটি রিটার্নের সুবিধা পাবেন গ্রাহকেরা।
‘শপ ইনসিওরেন্স' কেনার সময়ে কতগুলি জিনিস মাথায় রাখা উচিত। দেখে নেবেন আপনার বিমাটি কোন ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে। অর্থাৎ অবাঞ্ছিত বা আকস্মিক কোনও পরিস্থিতি বা বিপদে সম্ভাব্য কী সুরক্ষা পাওয়া যেতে পারে।
সাময়িক ভাবে নিজের ব্যবসা বা চাকরিতে মন দিতে পারলেন না। অতএব ভাটা পড়তে পারে রোজগারে। এই সব ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমা সংস্থা প্রতি সপ্তাহের ভিত্তিতে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দেবে।
স্বাস্থ্যবিমায় টাকা ছাড়ের খুব প্রয়োজন হয় সাধারণ মানুষের। বছরের নির্দিষ্ট সময় নিয়ম করে এক গুচ্ছ টাকা গুনতে গুনতে না হলে হয়রান হয়ে যান সবাই।
ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই)-র পক্ষ থেকে সম্প্রতি তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
ভ্রমণ বিমা বলতে শুধু ভ্রমণের অংশটুকুকেই বোঝেন অনেকে। তবে এই বিমার অন্তর্ভুক্ত সুবিধার মধ্যে রয়েছে আরও অনেক কিছু।
কোন বিমা ভাল, কোন বিনিয়োগ সঠিক, হাজারো চিন্তা। তার পরেও দরকারের সময়ে দেখা যায় তুলো, ব্যান্ডেজ জাতীয় আনুষঙ্গিক জিনিসের জন্য লম্বা একটা রসিদ আপনাকে পকেট থেকেই মেটাতে হচ্ছে।