রেস্তরাঁয় দাঁড়িয়ে বিল মেটাচ্ছিলেন যুবক। দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়ে গেলেন মাটিতে। আর উঠলেন না। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটিকে কেন্দ্র করে সমাজমাধ্যমে হইচই পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১ মার্চ রাজস্থানের রাজসমন্দের একটি হোটেলে ঘটনাটি ঘটেছে। মৃত যুবকের নাম সচিন গারু (২৭)। তিনি রাজসমন্দ পুরসভায় সাফাইকর্মী হিসেবে কাজ করতেন। বাবা সুরেশ গারু পুলিশ। জানা গিয়েছে, ১ মার্চ রাজসমন্দের টিভিএস স্কোয়্যারের কাছে একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন সচিন। খাবার খেয়ে বিল মেটানোর সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। রেস্তরাঁর বিল দেওয়ার জায়গার কাছেই লুটিয়ে পড়েন। দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সচিনকে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রেস্তরাঁয় বিল পরিশোধ করার জন্য কাউন্টারে দাঁড়িয়ে রয়েছেন সচিন। কাউন্টারে রাখা এক চামচ মৌরি তুলে মুখে দেন তিনি। হোটেলকর্মী তাঁর হাতে বিল ধরান। এর পরেই কাউন্টারে পড়ে যান সচিন। মাটিতে পড়ার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনাটি রেস্তরাঁয় থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রোহিত মিশ্র’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। হইচই পড়ে গিয়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। হৃদ্রোগে মৃত্যুর ঘটনায় সরকার কেন কোনও পদক্ষেপ করছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ কী হচ্ছে! খুবই দুঃখজনক ঘটনা। যুবসমাজের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে কী করে?’’