পাকামি করে ঘোড়ায় চড়ার রিল বানানোর চেষ্টা। সেই ঘোড়ারই লাথি খেয়ে কুপোকাত হলেন এক তরুণী। চোটও পেলেন। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও ঘটনাটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘোড়ার সামনে দাঁড়িয়ে হাসছেন এক তরুণী। মাঝেমধ্যে পিছনে দাঁড়িয়ে থাকা বন্ধুর সঙ্গে কথা বলছেন। সামনে দাঁড়িয়ে রয়েছেন ঘোড়ার প্রশিক্ষকও। এর পর পাদানিতে পা রেখে ঘোড়ায় চড়তে যান তরুণী। তখনও তাঁর মুখে হাসি। তবে মুহূর্তে সেই হাসি বদলে যায় কান্নায়। পিছনের পা জোড়া দিয়ে তরুণীকে সজোরে লাথি মারে ঘোড়াটি। ছিটকে গিয়ে বেশ খানিকটা দূরে পড়েন তিনি। আহতও হন। ঊরুতে আঘাত লাগে তাঁর। অন্য দিকে তরুণীকে লাথি মেরে ঘোড়াটি সামনের দিকে এগিয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মারানহাও’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রায় দু’লক্ষ লাইক পড়েছে। কমেন্টেরও বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। আবার তরুণীর অবস্থা দেখে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। এক জন লিখেছেন, ‘‘পাকামির ফল। এই জন্য সাবধানে ঘোড়ায় চড়তে হয়। ঘোড়ার পিঠে চড়া অত সোজা নয়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আহা রে! তরুণীর জন্য খুবই খারাপ লাগছে।’’