সমাজমাধ্যমে আবার হইচই ফেললেন মহাকুম্ভে ভাইরাল সেই আইআইটি বাবা ওরফে অভয় সিংহ। তবে এ বার কোনও আলটপকা মন্তব্য করে নয়, ‘শিবতাণ্ডব’ করে নজর কেড়েছেন তিনি। তবে সমাজমাধ্যমের একাংশের মতে, আইআইটি বাবা যা করছেন, তাকে আর যা-ই বলা হোক না কেন, তাণ্ডব নৃত্য কোনও ভাবেই বলা চলে না। তাঁর ওই নাচের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
সম্প্রতি একটি টিভি শো চলাকালীন আইআইটি বাবাকে মারধর করতে দেখা যায় কয়েক জনকে। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে। এর পরে তিনি নয়ডার সেক্টর ১৬২ নম্বর থানায় অভিযোগ জানাতে যান। তার পরেই আইআইটি বাবা ওরফে অভয়ের আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বদ্ধ ঘরে কানে হেডফোন লাগিয়ে ‘তান্ডব নৃত্য’ করছেন অভয়। তাঁর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। পরনে একটি কালো ধুতি মাত্র। গলা থেকে তিন-চারটি মালা ঝুলছে। ঘুরে ঘুরে আঙুল উঁচিয়ে শ্লোক আওড়াতেও দেখা যায় তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি ‘কল্কিওয়ার্ল্ড৭৭৭’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিয়োটি বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকেই কটাক্ষ করেছেন অভয়কে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘না সম্মানের ভয়, না অপমানের ভয়, হর হর মহাদেব। ওঁকে মারা উচিত হয়নি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘একে শিবতাণ্ডব বলা যায় না। এ সব যেন আর কখনও দেখতে না হয়।’’