ট্রেন ধরবেন বলে বহু ক্ষণ ভারী ব্যাগ বুকের সামনে ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। তবে প্ল্যাটফর্মে নয়, তরুণ দাঁড়িয়ে রয়েছে দু’টি রেললাইনের মধ্যবর্তী ফাঁকা জায়গায়। স্টেশনে ট্রেন ঢোকার পর থামলে সেখান থেকেই ট্রেনে উঠে পড়েন তিনি। তার আগে নিজের ব্যাগটি অন্য কামরায় দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলা যাত্রীর হাতে ধরিয়ে দেন সেই তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘বৈভব_কি_মন্ডলি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পিঠের ব্যাগটি বুকের সামনে ঝুলিয়ে দাঁড়িয়ে স্টেশনে ট্রেন ঢোকার অপেক্ষা করছেন এক তরুণ। কিন্তু তিনি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন না। দু’টি রেললাইনের মাঝে থাকা রেলিংয়ের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। সম্প্রতি এই ঘটনাটি মুম্বইয়ের এক স্টেশনে ঘটেছে। তরুণের নাম-পরিচয় জানা যায়নি। হঠাৎ স্টেশনে জোর গতিতে ট্রেন ঢোকে। দূর থেকে দেখে মনে হয় যে, অপেক্ষারত তরুণের গা ঘেঁষেই ট্রেনটি চলে গেল। তবে তার ফলে কোনও হেলদোল দেখা গেল না তরুণের মধ্যে।
স্টেশনে ট্রেন থেমে পড়তেই এগিয়ে গেলেন তরুণ। ট্রেনের একটি কামরার দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন এক মহিলা যাত্রী। তাঁর হাতে নিজের ব্যাগটি ধরিয়ে দিলেন তরুণ। তার পর অন্য এক কামরায় উঠে পড়লেন তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঝড় বয়ে যায় নেটপাড়ায়। নেটাগরিকদের একাংশের অনুমান, ওই মহিলা মনে হয় সেই তরুণের ঘনিষ্ঠ। তাঁর সঙ্গেই নিয়মিত ফেরেন তিনি। তাই এ ভাবে ব্যাগটি দিয়ে দিলেন। আবার অনেকে ট্রেনে এমন বিপজ্জনক ভাবে ওঠার জন্য তরুণের সমালোচনা করেছেন।