বাঘ নামটির মধ্যে কেমন যেন একটা ভয়ের ব্যাপার রয়েছে। দুই অক্ষরের সেই শব্দ শুনলে আঁতকে ওঠেন অনেকে। আর সামনে এসে পড়লে তো কথাই নেই, আত্মারাম প্রায় খাঁচাছাড়া হয় হয়! কিন্তু সেই ভয়ঙ্কর বাঘমামাই রূপ ধারণ করল তার ‘মাসি’ বিড়ালের। এক জন তরুণের গায়ের উপর উঠে আদরে ভরিয়ে দিল তাঁকে। গায়ে মুখ ঘষে কতই না ভালবাসা দেখাল তরুণকে। অবাক করে দেওয়া সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথাকার তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সোফায় বসে রয়েছেন এক জন তরুণ। আর তাঁর ঘাড়ে বৃহৎ আকৃতির মাথা রেখে বসে রয়েছে একটি বাঘ। নাম আর রূপেই সে বাঘ, স্বভাবে সে একটি বড় আকৃতির বিড়াল। আবদারের শেষ নেই সেই ‘ভিন্ন’ স্বভাবের বাঘমামার। বাঘটি তার থাবা দিয়ে খেলার ছলে তরুণের মুখটিকে ঢেকে দিল। কারণ? তার ‘খেলার সাথী’ তরুণ তাকে পাত্তা না দিয়ে মোবাইলের ক্যামেরা খুলে বসে রয়েছেন। বাঘটির থাবার আকৃতি এতটাই বড় যে তরুণের মুখ সেটির আড়ালে পুরো ঢেকেই গেল। তাতেও মন ভরল না বাঘটির। এ বার সে উঠে বসল। তার পর গা ঘষে ঘষে তরুণকে আদরে ভরিয়ে দিল। তরুণের মুখের সামনে মুখ এনেও আবদারের সঙ্গে ঘষাঘষি করল। কিন্তু এত অল্প আদর ঠিক মনঃপূত হল না বাঘটির। বাঘমামা তাই এ বার তরুণের কাঁধে উঠে পড়ল। সেখান থেকে উঠল মাথার উপর, তার পর নেমে এল তরুণের কোলে। কালো-হলুদ ডোরাকাটা গা নিয়ে দাঁড়িয়ে পড়ল মোবাইলের ক্যামেরার সামনে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
‘টাইগার.অ্যাস্টেরয়েড’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। প্রায় এক লক্ষ ৫৭ হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বাঘটি চাইছে তরুণ যেন তার পেটে একটু হাত বুলিয়ে দেন।’’ অন্য এক জন নেটাগরিক বলেছেন, ‘‘আমারও এরকম একটি বাঘ চাই।’’