আমরা যখন সঞ্চয় করি তখন কিন্তু অনেক সময়ই মাথায় থাকে না নগদের সংস্থান করার কথা। আবার অনেকেই আছেন যে নগদ নিয়ে এতটাই ভাবেন যে পুরোটাই ব্যাঙ্কে রেখে দেন সঞ্চয়ের নামে। এই দুটোর কোনওটাই কিন্তু ঠিক নয়। সঞ্চয় বিশেষজ্ঞরা বলেন তিন থেকে ছয় মাসের নগদের যোগান থাকাই যথেষ্ট।
অথবা ভাবলেন ক্ষতি হবে কারণ শেয়ারটি বাজারে বিক্রি শুরু করার সময় ইস্যুর দামের থেকে কম দাম দিয়ে লেনদেন শুরু করল। অথচ তার পর দেখলেন দীর্ঘকালীন ভিত্তিতে শেয়ারটির দাম হুহু করে বেড়ে গেল আর আপনি বোকা হয়ে গেলেন।
দীর্ঘকালীন ভিত্তিতে শেয়ার বাজার থেকে ১৫ শতাংশের বেশি লাভ তোলার কথা ভাবা উচিত নয়। মুদ্রাস্ফীতি বাদ দিয়ে প্রকৃত লাভে অঙ্কের আশা ৭ শতাংশে বেঁধে রাখাই ভাল।
তবে ইদানিং বহু বিনিয়োগকারী ডিভিডেন্ড ইল্ড ফান্ডের দিকে ঝুঁকছেন। এগুলি সাধারণ ওপেন-এন্ড ইকুইটি ফান্ডের মতই, এখানেও যথেষ্ট বৈচিত্র্য করা হয়, পোর্টফোলিওতে রাখা অনেকগুলি সেক্টর।
বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির নির্দেশ যে অন্তত ছয়টি কিস্তিতে এসটিপি করতে হবে। এটার অবশ্য কারণ হল আপনার আর আমার স্বার্থ। এসটিপি-র যুক্তি সেই এসআইপির যুক্তি। বাজারের ওঠা-পড়ার সুযোগ নেওয়া।
ঋণপত্রের বাজার এবং শেয়ার বাজারের ঝুঁকি এক রাস্তায় হাঁটে না। দুই বাজারে আয়ের হারও একই রাস্তায় নাও হাঁটতে পারে। তাই আয় ও ঝুঁকির মধ্যে সমতা রাখতে অনেকেই এই রাস্তায় হাঁটেন।
লগ্নি এবং সেখান থেকে বেরনোর খরচ: মাথায় রাখবেন আপনাকে টাকা সরানোর সময় ন্যূনতম নির্দিষ্ট কিস্তিতেই টাকা সরাতে হবে। বেশিরভাগ ফান্ড সংস্থা টাকা লগ্নির উপর ফি না নিলেও, সরানোর উপর কিন্তু একটা টাকা কাটবে।
এ ক্ষেত্রে সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যান হল আপনার উপযুক্ত উত্তর। এটা একটা প্রকল্প থেকে একই ফান্ড হাউসের আর একটি প্রকল্পে, যেখানে বেশি আয় হচ্ছে, সেখানে সরিয়ে নিয়ে যাওয়ার রাস্তা।
শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, যে দেশ জুড়ে যে ভাবে ডিজিটাল লেনদেন বাড়ছে তাই এই ব্যবস্থা। মোবাইল ফোনের প্রান্তিক ব্যবহারকারীরাও যাতে ইউপিআই ব্যবহার করতে পারে তা দেখতেই এই প্রযুক্তির কথা ভাবা হয়েছে।
শিক্ষা ঋণ থাকলে তা শোধ করায় মন দিন। ক্রেডিট কার্ডকে আপতকালীন ব্যবহারের অস্ত্র করুন।রেস্টুরান্টে খরচের উপায় হিসাবে নয়। মাথায় রাখুন ঋণ অস্থায়ী দায়। কিন্তু তাকে স্থায়ী দায় করে তুলবেননা।