আপনার হাতে থোক টাকা এসেছে। সরাসরি বিনিয়োগ করবেন? সেটাই তো প্রথাগত রাস্তা। কিন্তু এর বাইরেও কিন্তু অন্য পথ আছে যাতে আপনি এসআইপি করার সুযোগও পাবেন আবার থোক টাকার উপর আয়ও করতে পারবেন। কী ভাবে?
আবার এটাও হতে পারে যে আপনি একটা ফান্ডে বিনিয়োগ করেছেন। কিন্তু তার থেকে যতটা আয় করার আশা করেছিলেন, ততটা আয় হচ্ছে না। তা হলে কী করবেন?
এ ক্ষেত্রে সিস্টেম্যাটিক ট্রান্সফার প্ল্যান হল আপনার উপযুক্ত উত্তর। এটা একটা প্রকল্প থেকে একই ফান্ড হাউসের আর একটি প্রকল্পে, যেখানে বেশি আয় হচ্ছে, সেখানে সরিয়ে নিয়ে যাওয়ার রাস্তা। আর এই পথে হাঁটার মজাটাই হল, টাকাটা আপনি নানান কিস্তিতে অন্যে প্রকল্পে সরিয়ে নিয়ে যাওয়ায় বাজারের দামের ওঠ-পড়ার ঝুঁকিটাও কমিয়ে নিতে পারবেন।
এই এসটিপি-র পথে তিন ভাবে হাঁটতে পারেন:
- কিস্তির পরিমাণ কম বেশি করার সুযোগ। আপনি বিভিন্ন কিস্তিতে টাকা সরাচ্ছেন কিন্তু সেই কিস্তির টাকা এক রাখছেন না। বাজারের দামের সুযোগ নিয়ে কিস্তির টাকা কম বেশি করছেন।
- আপনি কিস্তিতে যে টাকা সরাচ্ছেন তার টাকা একই রাখছেন যাতে নতুন বিনিয়োগে প্রতি কিস্তিতেই একই টাকা লগ্নি হচ্ছে।
- ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন: এই পথে আপনার যেটুকু ক্যাপিটাল গেন হচ্ছে শুধু সেটুকুই আপনি অন্য ফান্ডে সরাচ্ছেন আয়ের অঙ্ক বাড়াতে। আপনি কখন এই রাস্তায় হাঁটবেন এবং ঠিক কী ভাবে এই পথে হাঁটবেন তা কিন্তু নির্ভর করবে বাজারের পরিস্থিতির উপর। তাই এই ব্যাপারে উপদেষ্টার সঙ্গে কথা বলে এগোনোই ভাল।
বিশেষজ্ঞদের কাছে সমাধান খুঁজতে সঞ্চয় নিয়ে আমাদের প্রশ্ন পাঠান — takatalk2023@abpdigital.in এই ঠিকানায় বা হোয়াটস অ্যাপ করুন এই নম্বরে — ৮৫৮৩৮৫৮৫৫২আপনার আয়, খরচ এবং সঞ্চয় জানাতে ভুলবেন না। পরিচয় গোপন রাখতে চাইলে অবশ্যই জানান।