অথচ গড়ে ২০ শতাংশ কম আয় করেন এবং ছেলেদের থেকে সঞ্চয় বেশি করলেও রিটার্ন পাওয়ার অঙ্কে কিন্তু বেশ পিছিয়ে। তবে হ্যাঁ, সাম্প্রতিককালে চাকা ঘুরতে শুরু করলেও অবসরের লক্ষ্যমাত্রা ঠিক করতেও ছেলেরা অনেক এগিয়ে। ছেলেরা যখন ২ কোটির তহবিল ভাবছেন মেয়েরা তখন ১ কোটিতেই আটকে যাচ্ছেন।
নতুন গাড়ি কিনে তাতে চাবি ঘোরালেই কিন্তু তার দাম ২০ শতাংশের উপর কমে যায়। আপনি যদি বাজার থেকে বছর তিনেকের পুরনো গাড়ি কেনেন তা হলে নয় থেকে দশ লক্ষ টাকার গাড়ি পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন।
একদিন খরচ না করে থাকা মানে তার আগে কিন্তু আপনাকে সেই দিনের জন্য আগে থেকে পরিকল্পনা করতে হবে। এতে আপনার খরচের আগাম পরিকল্পনা করার অভ্যাস তৈরি হবে। এর থেকেই প্রয়োজনের আর অপ্রযোজনের খরচের ফারাক করার অভ্যাস তৈরি হবে।
সেবি নিয়ন্ত্রিত এবং বাজারে নথিভুক্ত হওয়ায় কেনা-বেচার সুবিধা। পছন্দ না হলে বিক্রি করে দিতে পারবেন বাজারেই। এবং টাকার দাম পড়লে তাল মিলিয়ে আপনার আয়ও বাড়বে কারণ আবাসন শিল্পের ভাড়া এবং সুদের হার বাড়বে।
হিসাব নিয়ে বসলে দেখা যাবে যতটা থাকার কথা ছিল ঠিক ততটা নেই। তাই বাঁচার উপায় একটাই। মাস মাইনের অন্তত ২৫ শতাংশ আগেই সরিয়ে ফেলা। তাই উপায় হল মাইনে ঢোকার দিনই ব্যাঙ্ক থেকে সরাসরি সঞ্চয়ের টাকাটা কাটিয়ে নেওয়া।
কিন্তু সিপ করেছেন। তার রিটার্ন কিন্তু সিএজিআর দেখলে সঠিক চিত্রটা পাবেন না। কারণ বাজারের ওঠানামার চিত্রটা এতে ধরা পড়ে না। তাই আপনাকে চোখ রাখতে হবে এক্সটেন্ডেড অ্যানুয়াল রেট অব রিটার্নে বা এক্সআইআরআর-এ।
আসল চ্যালেঞ্জটা তাই আজকের সঙ্গে আগামীকে এক সূতোয় এমন ভাবে বাঁধা যাতে আয়, ব্যয় এবং সঞ্চয়ের মধ্যে একটা সামঞ্জস্য এনে বর্তমানের প্রয়োজন মিটিয়েও ভবিষ্যতের সংস্থান করা যায়।
সঞ্চয় উপদেষ্টারা আপনার লগ্নিকে নানান বিনিয়োগে ভাগ করে দেন। সময়ের মেয়াদে এবং লগ্নির অন্যান্য চরিত্রে। যাতে ঝুঁকি এবং রিটার্নের মধ্যে সামঞ্জস্য থাকে। এবং সামঞ্জস্য থাকে আপনার নানান সময়ের চাহিদার মধ্যেও।
এর তথ্য সব এখন আপনার হাতে। নিট বিত্তের অঙ্ক করতে গিয়েই পেয়ে গিয়েছেন সব সংখ্যা। এবার আপনার নিটবিত্তের সংখ্যাকে ভাগ করে ফেলুন আপনার সব সম্পদের যোগফল দিয়ে। তা হলেই বুঝতে পারবেন আপনার দায় আপনার বিত্তের উপর কতটা থাবা ফেলেছে।
প্রথমে স্বল্পমেয়াদের ঋণগুলোকে যোগ করে ফেলুন। এবার আপনার মাসিক আয় দিয়ে তাকে ভাগ করে ফেলুন। তাহলে যে সংখ্যাটা পাবেন তা হল ঋণ শোধ করতে আপনার কত মাস লাগবে তার হিসাব। আর এই অঙ্কটা করলেই আপনি কিন্তু আপনার দায়টা বুঝে যাবেন।