ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জ়েলেনস্কি। ছবি রয়টার্স।
আড়াই বছর ধরে চলা যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্যপদ পেতে চলেছে ইউক্রেন। মঙ্গলবার ইইউ কমিশন ইউক্রেন ও মলদোভার সঙ্গে আনুষ্ঠানিক ভাবে আলোচনা শুরু করেছিল। বুধে তা ‘ইতিবাচক’ হয়েছে বলে জানা গিয়েছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের তিন দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া আগেই ইইউতে যোগ দিয়েছে। এ বার ইউক্রেনের পাশাপাশি মলডোভাও আবেদনের ভিত্তিতে সদস্যপদ লাভের পথে অগ্রসর হল। প্রসঙ্গত, ইইউ-র পাশাপাশি আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রেও ইউক্রেনের আবেদন এখন বিবেচনাধীন।
প্রায় দু’বছর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি ইইউ-র সদস্যপদ পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। সংগঠনের ‘এগজিকিউটিভ’ শাখা ইউরোপীয় কমিশন ইউক্রেনের ইইউ সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে এর পর সবুজ সঙ্কেত দিয়েছিল। বেলজিয়মের ব্রাসেলসে ইইউ-এর সদস্য দেশগুলির সাধারণ অধিবেশনে এই প্রক্রিয়া নিয়ে বিশদে কয়েক দফা আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy