বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাল রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্বে, ১৯৪৫ সালের ৯ মে সাবেক সোভিয়েট ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করেছিল জার্মানির নাৎসি বাহিনী। সেই ঘটনাকে স্মরণ করতে প্রতি বছরই ৯ মে দিনটি রাশিয়ায় ‘বিজয় দিবস’ হিসাবে পালিত হয়। সেই বিজয় দিবসে যে ‘বন্ধু’ রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হতে পারে, এমন খবর ছিলই। বুধবার সেই খবরে সিলমোহর দেন রাশিয়ার উপবিদেশমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কো।
রুশ সংবাদ সংস্থা তাস-কে রুদেঙ্কো জানান, মোদীর সম্ভাব্য রাশিয়া সফরের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। একই সঙ্গে তিনি জানান যে, মস্কো আশা করে যে, আমন্ত্রণে সাড়া দিয়ে রাশিয়ায় যাবেন মোদী।
উল্লেখ্য, মোদী শেষবার রাশিয়া সফরে গিয়েছিলেন ২০২৪ সালের জুলাই মাসে। সে বার মস্কোয় গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তা ছাড়াও বহু বিষয়ে তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল। পুতিন ভারতে আসার বিষয়ে সম্মতি জানালেও সেই দিনক্ষণ এখনও স্থির হয়নি।
চলতি রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রায় গোটা বিশ্ব আড়াআড়ি দু’টি পক্ষে বিভক্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত ভারসাম্যের নীতি নিয়ে এগোচ্ছে ভারত। যুদ্ধ বন্ধ করার বিষয়ে দৌত্য চালাতে চাইছে আমেরিকাও। এই আবহে মোদী রুশ সফরে যান কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।