Advertisement
০৫ নভেম্বর ২০২৪

হাসপাতালের সাফাই নিয়ে বৈঠক মন্ত্রীর

আগামী ২ সেপ্টেম্বর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সাফাই অভিযানে নামবেন মন্ত্রী স্বপন দেবনাথ ও বর্ধমান পুরসভার ৩৩ জন তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার দুপুরে পুরসভায় তৃণমূলের কাউন্সিলরদের সঙ্গে মন্ত্রীর বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০০:০৪
Share: Save:

আগামী ২ সেপ্টেম্বর বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সাফাই অভিযানে নামবেন মন্ত্রী স্বপন দেবনাথ ও বর্ধমান পুরসভার ৩৩ জন তৃণমূল কাউন্সিলর। মঙ্গলবার দুপুরে পুরসভায় তৃণমূলের কাউন্সিলরদের সঙ্গে মন্ত্রীর বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পুরসভায় কী কী কাজ হচ্ছে, কোন কোন কাজ প্রশাসনিক কারণে আটকে রয়েছে ইত্যাদি বিষয়েও স্বপনবাবু খোঁজ-খবর নেন। সূত্রের খবর, বীরহাটা থেকে স্টেশন পর্যন্ত সৌন্দর্য়ায়নের কাজ, পানীয় জলের জন্য পাইপের বরাত দেওয়া-সহ বিভিন্ন উন্নয়নের খতিয়ান পেশ করেন পুরপ্রধান স্বরূপ দত্ত। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ডাম্পিং গ্রাউন্ডের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। স্বপনবাবু কাউন্সিলরদের লক্ষ করে বলেন, “পুরপ্রধানকে সব কাজে সহযোগিতা করতে হবে। বৈঠক নিয়ে দলকে রিপোর্ট দেব।”

অন্য বিষয়গুলি:

Medical College Hospital TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE