বৃহস্পতিবার প্রথমে প্রশাসনিক কর্মসূচিতে যোগ দেবেন মোদী। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য ১০১০ কোটি টাকার ‘নগর গ্যাস সরবরাহ’ প্রকল্পের শিলান্যাস করবেন। তার পরে যাবেন রাজনৈতিক সভার মঞ্চে। তার আগের দিনই তাঁর সফরের রাজনৈতিক অভিমুখ স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। জবাব দিল তৃণমূলও।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৩০ মে বিজ্ঞপ্তি জারি করা হবে। শিক্ষা দফতর সূত্রে খবর, নতুন পরীক্ষাবিধির খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। মুখ্যসচিবের কাছে সেটি অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন মিললেই প্রকাশিত হতে পারে নতুন পরীক্ষাবিধি।
ভারত-পাক সংঘাত পরবর্তী সময়ে চতুর্দেশীয় সফরে গিয়েছেন শাহবাজ়। বুধবার তেমনই দুই ‘বন্ধু’ দেশের প্রেসিডেন্টকে পাশে নিয়ে ভারতের সঙ্গে সংঘর্ষের প্রসঙ্গে তিনি কথা বলেছেন।
ছোট পর্দায় ‘হ্যারি পটার’ ধারাবাহিক রূপে সম্প্রচারিত হবে এবং তার জন্য নতুন মুখের সন্ধান করা হচ্ছে যাদের বয়স ৯ থেকে ১১ বছরের মধ্যে— এক বছর আগে সেই ঘোষণা করা হয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচেও ঋষভ পন্থকে খেলাননি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। মনে করা হয়েছিল, আইপিএলে সেই ‘উপেক্ষা’র জবাব দেবেন পন্থ। টুর্নামেন্টের শেষ ম্যাচে জবাব দিলেন বটে। তাতেও হয়তো জবাবদিহি এড়াতে পারবেন না।
সারা সেনগুপ্ত এবং নীলাঞ্জনা শর্মাকে নিয়ে আলোচনার শেষ নেই। নেপথ্যে যিশু সেনগুপ্তের সঙ্গে তাঁদের দূরত্বের বিতর্ক। এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছেন সারা।
ভাল ঘুমের ক্ষেত্রে মেলাটোনিন হরমোনের গুরুত্ব অপরিসীম। কোন কোন খাবারে মেলাটোনিনের মাত্রা বেশি?
কলকাতার নানা এলাকায় একের পর এক বাড়ি হেলে পড়তে দেখা গিয়েছে বিপজ্জনক ভাবে। যার অর্থ, রাজনৈতিক এবং প্রশাসনিক দুর্নীতি ও নিষ্ক্রিয়তা চলছেই।
সমাজমাধ্যমে যে কোনও খবর মুহূর্তে লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে যায়, নীল টিকচিহ্নধারী জনপ্রিয় প্রোফাইল থেকে হলে তো কথাই নেই।
এ যেন ভাঙা আয়নায় ফাটা মুখ দেখার শামিল। অত্যাধুনিক, প্রগতিবাদী পরিবারেও গৃহসহায়িকাটি সোফা বা ডাইনিং টেবিলে বসেন না।
কলকাতা শহরে গত এক দশকে খোলা জায়গার পরিমাণ প্রায় ৫৭% কমে দাঁড়িয়েছে মাথাপিছু ০.৬৫ বর্গমিটার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ মাথাপিছু ৯ বর্গমিটার।
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy