Advertisement
০২ নভেম্বর ২০২৪
man freed a bird

বাতিস্তম্ভে আটকে গিয়েছে পাখি! প্রাণের ঝুঁকি নিয়ে মুক্ত করলেন যুবক, প্রকাশ্যে ভিডিয়ো

বাতিস্তম্ভের মাথায় পৌঁছে ওই যুবক অতি সাবধানে ও যত্নে আটকে থাকা পাখিটিকে উদ্ধার করেন।

Man climbs lamppost to free a seagull

বাতিস্তম্ভে আটকে থাকা পাখি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৪ ১৮:২০
Share: Save:

রাস্তার ধারে থাকা উঁচু বাতিস্তম্ভে আটকে ডানা ঝাপটাচ্ছে অসহায় এক সিগাল। তাকে উদ্ধার করতে উঁচু বাতিস্তম্ভ বেয়ে উঠে পড়লেন এক ব্যক্তি। অসাধারণ তৎপরতায় বাতিস্তম্ভের মাথায় পৌঁছে সাবধানে ও যত্নে আটকে থাকা পাখিটিকে উদ্ধার করেন। সিগালটির ডানাটি আটকে গিয়েছিল ল্যাম্পপোস্টটিতে।

নেচার ইজ় অ্যামেজিং নামের এক এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ওই ভিডিয়ো প্রচুর মানুষের নজর কেড়েছে। পাখি উদ্ধারের ভিডিয়োটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। আড়াই লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভিডিয়োটি দর্শকদের মুগ্ধ করেছে। একটি বিপদগ্রস্ত প্রাণীর জন্য ওই ব্যক্তির নিঃস্বার্থ আচরণ প্রশংসিত হয়েছে সমাজমাধ্যমে। বাতিস্তম্ভ থেকে মুক্ত হয়ে পাখিটি দ্রুত উড়ে যায়। আপাতদৃষ্টিতে পাখিটি অক্ষত বলেই মনে হয়েছে। উদ্ধারকারী ব্যক্তি নিরাপদে মাটিতে ফিরে আসার সঙ্গে সঙ্গে নীচে থাকা উৎসুক জনতা করতালিতে ফেটে পড়ে।

অন্য বিষয়গুলি:

Viral, Man Seagull lamppost
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE