চলন্ত ট্রেনের নীচে চলে গিয়েছে শরীরের অর্ধেক। সেই অবস্থায় যুবককে হিঁচড়ে ঘষে ঘষে এগিয়ে নিয়ে যাচ্ছে ট্রেনটি। এমনই একটি ভয়ানক ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেই দৃশ্য দেখে শিউরে উঠছেন দর্শকেরা। সেই ঘটনার পরও অলৌকিক ভাবে বেঁচে ফিরলেন যুবক। ট্রেনের নীচে পড়ে প্রায় এই ভাবেই ৫০০ মিটার এগিয়ে গেলেন তরুণ। ঘটনাটি ঘটেছে রাজস্থানে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান ওই তরুণ। তার পরই ঘটে এই মারাত্মক ঘটনা। ঘটনাটি অন্য আর এক জন যাত্রী মোবাইলে ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
রাজস্থানের কোন স্টেশনে এই ঘটনাটি ঘটেছে তা ভিডিয়োয় সুস্পষ্ট নয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনে ওঠার চেষ্টা করেন যুবক। পা পিছলে প্ল্যাটফর্মে পড়ে যান। ওই অবস্থায় তিনি ট্রেনের কামরার হাতলটি ধরে ছিলেন। ট্রেনটির গতিবেগও ছিল যথেষ্ট। প্ল্যাটফর্মে ঘষটাতে ঘষটাতে বহু দূর এগিয়ে যান তিনি। সৌভাগ্যক্রমে এক যাত্রী তাঁকে টেনে নিয়ে উদ্ধার করেন। ফলে কোনও রকমে প্রাণ বাঁচেন ওই যুবক। ভিডিয়ো দেখে যুবকের বোকামির সমালোচনা করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। বার বার সতর্ক করা সত্ত্বেও চলন্ত ট্রেনে চড়ার প্রবণতা কমেনি। রেলের যাত্রীনিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।