বন্ধ ঘরে সাপের সঙ্গে ‘যুদ্ধ’ বেধেছে কমোডো ড্রাগনের। বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকার চেষ্টা চালাচ্ছে বিশালাকার দুই সরীসৃপই। শেষমেশ জিতল কে? সেই ঘটনার ভিডিয়োই সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরের দেওয়ালের ধারে পড়ে রয়েছে একটি বিশাল সাপ। তার পাশেই রয়েছে একটি কমোডো ড্রাগন। সাপটি পালাতে গেলে তার উপর হামলা চালায় সরীসৃপটি। সাপও পাল্টা হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু কমোডো ড্রাগন সাপটিকে কামড়ে ধরে ছিটকে দেয়। এর পর বেশ কিছু ক্ষণ ধস্তাধস্তি চলে। শেষমেশ হার মানে সাপটি। সাপটিকে মুখে নিয়ে জয়ের ‘গৌরবে’ উপরের দিকে মাথা তুলে বসে থাকতে দেখা যায় সাপটিকে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
আরও পড়ুন:
গত ১৪ জানুয়ারি ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, ‘ওয়াইল্ডলাইফ আনসেন্সরড’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রায় দু’লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভয় ধরানো সেই ভিডিয়ো দেখে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কমোডো ড্রাগনের কামড় সাপের বিষের থেকে বেশি মারাত্মক।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ভয়ঙ্কর। এ রকম দৃশ্য আগে কখনও দেখিনি।’’