আজ ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচ। শুক্রবার চতুর্থ ম্যাচে জিতে ইতিমধ্যেই সিরিজ় পকেটে পুরে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। আজ কি ৪-১ করতে পারবে ভারত? শেষ ম্যাচ মুম্বইয়ে।
আজ আরও এক বার বিশ্বকাপ জেতার হাতছানি ভারতের সামনে। মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ। মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আইএসএলে রয়েছে বড় ম্যাচ। মুখোমুখি দ্বিতীয় স্থানে থাকা গোয়া এবং তৃতীয় স্থানে থাকা জামশেদপুর। এই ম্যাচ ড্র হলে সবচেয়ে সুবিধা শীর্ষে থাকা মোহনবাগানের। এ ছাড়াও রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং স্প্যানিশ লিগের খেলা।
ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টি২০ ম্যাচের সব খবর
আজ ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের শেষ ম্যাচ। শুক্রবার চতুর্থ ম্যাচে জিতে ইতিমধ্যেই সিরিজ় পকেটে পুরে নিয়েছে সূর্যকুমার যাদবের দল। প্রথম দু’টি ম্যাচে জেতার পর তৃতীয় ম্যাচে হেরেছিল ভারত। কিন্তু চতুর্থ ম্যাচে জিতে যাওয়ায় এক ম্যাচ বাকি থাকতে সিরিজ় জিতে নিয়েছে তারা। আজ শেষ ম্যাচ মুম্বইয়ে। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
ভারতের সামনে বিশ্বজয়ের সুযোগ, মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপের ফাইনাল

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আজ বিশ্বকাপ জেতার হাতছানি ভারতের সামনে। মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ। মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে ইংল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাও সহজেই হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ফাইনাল শুরু বেলা ১২টা থেকে। খেলা দেখা যাবে হটস্টার অ্যাপে।
আইএসএলে বড় ম্যাচ, লড়াই জামশেদপুর বনাম গোয়ার
আইএসএলে আজ বড় ম্যাচ। মুখোমুখি দ্বিতীয় স্থানে থাকা গোয়া এবং তৃতীয় স্থানে থাকা জামশেদপুর। গোয়া শেষ ১২টি ম্যাচে অপরাজিত। তাদের ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট। জামশেদপুরের ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট। এই ম্যাচ ড্র হলে সবচেয়ে সুবিধা শীর্ষে থাকা মোহনবাগানের। গোয়া-জামশেদপুর ম্যাচ শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে আর্সেনাল বনাম ম্যান সিটি ম্যাচ
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ তিনটি ম্যাচ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সামনে ক্রিস্টাল প্যালেস। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। একই সময়ে রয়েছে ব্রেন্টফোর্ড-টটেনহ্যাম খেলা। সব শেষে রাত ১০টা থেকে আর্সেনাল-ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
স্প্যানিশ লিগে বার্সেলোনার খেলা, রয়েছে আরও তিনটি ম্যাচ
স্প্যানিশ লিগে আজ রয়েছে বার্সেলোনার খেলা। তাদের সামনে আলাভেস। খেলা সন্ধ্যা ৬:৩০ থেকে। এর পর রয়েছে আরও তিনটি ম্যাচ। ভ্যালেন্সিয়া-সেল্টা ভিগো রাত ৮:৪৫ থেকে। রাত ১১টা থেকে রয়েছে ওসাসুনা-রিয়াল সোসাইদাদ খেলা। রাত ১:৩০ থেকে রয়েছে রিয়েল বেটিস-অ্যাথলেটিক ক্লাব খেলা।