কয়েকটি ব্যতিক্রম ছাড়া কোনও সংস্থাই কোনও একটি শ্রেণিতে একাধিক প্রকল্প বাজারে ছাড়তে পারে না।
বিনিয়োগের ঝুঁকি মাপতে রিস্ক-ও-মিটার খুলে অনেকেই আঁতকে উঠছেন। কিছুটা গেল গেল রব যেমন উঠেছে, তেমনই আবার অনেকের মুখে একগাল হাসি।
সূচক তো একটা নয়, বহু। আমরা সাধারণ ভাবে জানি সেনসেক্স আর নিফটি-র কথা। সেনসেক্স তৈরি হয়ছে ৩০টি আর নিফটি তৈরি হয়েছে ৫০টি শেয়ারের দাম দিয়ে।
বাজারের এমন গোটা কয়েক ফান্ডের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
বাজারের এমন কয়েকটি ফান্ডের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
আসলে আমরা সবাই ‘দীর্ঘমেয়াদি সম্পদ’ তৈরি করায় বিশ্বাসী হলেও, ভুল ক্ষেত্র নির্বাচনের কারণে লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাই বা দূরে সরে যাই।
অবসরপ্রাপ্ত ব্যক্তির যেন অবসরোত্তর জীবনেও যথেষ্ট সময় ও ইচ্ছা থাকে বিনিয়োগের ব্যাপারে। সংক্ষেপে বলতে গেলে, এত সহজেই ছেড়ে দেওয়া চলবে না।
বাজারের এমন গোটা দশেক ফান্ডের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। আলোচনায় এদের ক্রিসিল রেটিংও উল্লেখ করা হবে।
এক থেকে তিন বছরের জন্য ঋণপত্রে বিনিয়োগের জন্য ভাবতে পারেন মিডিয়াম ডিউরেশন ফান্ডের কথা। এটি ব্যাঙ্ক ডিপোজিটের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।