অনেকেই খেয়াল করেননি খবরটা। কিন্তু বিনিয়োগের ঝুঁকি মাপতে রিস্ক-ও-মিটার খুলে অনেকেই আঁতকে উঠছেন। কিছুটা গেল গেল রব যেমন উঠেছে, তেমনই আবার অনেকের মুখে একগাল হাসি। যাঁরা আঁতকে উঠেছেন তাঁরা দেখছেন বিনিয়োগের ঝুঁকি হঠাতই এক ধাক্কায় বেড়ে গিয়েছে। আবার যাঁদের মুখে হাসি তাঁরা দেখছেন যে, ঝুঁকি থাকা সত্ত্বেও টাকা ঢেলেছেন এবং তাতে রাতারাতি লগ্নির ঝুঁকি অনেকটাই কমেছে।
ম্যাজিক? না। আসলে অনেকেই খেয়াল করেননি যে রিস্ক-ও-মিটারকে ঢেলে সাজা হয়েছে। আগে কী ছিল? আগের ঝুঁকির মিটারের সঙ্গে আপনার পছন্দ করা ফান্ডের প্রত্যক্ষ যোগাযোগ ছিল না বহু অর্থেই! অবাক হচ্ছেন? কিন্তু উত্তরটা হল, “হ্যাঁ।” তার মানে এই নয় যে আগের মিটারে ঝুঁকির কোনও আন্দাজ পাওয়া যেত না। অবশ্যই যেত। কিন্তু বদলে যাওয়া মিটারের মতো নয়।